সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪

গো যোনি মুদ্রা



 
চিত্র : গো যোনি মুদ্রা
গো যোনি মুদ্রা- দক্ষিণ হস্ত মুষ্টি বন্ধন করে উত্তান ও শিথিল করবে।

গালিনী মুদ্রা



 
চিত্র : গালিনী মুদ্রা
গালিনী মুদ্রা- করদ্বয় পরস্পর সম্মুখীন করে দক্ষিণ হস্তের কনিষ্ঠা বাম হস্তের অঙ্গুষ্ঠে এবং

কূর্ম মুদ্রা



 
চিত্র : কূর্ম মুদ্রা
কূর্ম মুদ্রা- উত্তান বাম হস্তের তর্জনীর অগ্রে অধোমুখ দক্ষিণ হস্তের কনিষ্ঠার অগ্রভাগ এবং ঐ বাম হস্তের অঙ্গুষ্ঠাগ্রে দক্ষিণ হস্তের তর্জনীর অগ্রভাগ সংযোজিত করে দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠ উন্নতভাবে রাখবে

রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪

ফজরত আলীর বিয়ার মেন্দি



ফজরত আলীর বিয়ার মেন্দি
আছে কুন তালাসে
সব রঙের মেন্দি।।

ডালা নারে ডালা আমার কাঞ্চল গাছের ডালা



ডালা নারে ডালা আমার কাঞ্চল গাছের ডালা
সকল ডালারে দিছো বিয়া বারা আর কাছে
আমি ডালারে দিছো বিয়া সাত ডাকাতের মুলুকে

পুষ্কুনির চারিপাশে বহুলোকের থানা



পুষ্কুনির চারিপাশে বহুলোকের থানা
আমরা যাইতাম জল ভরাইতে তারাই করে মানা।

কান্দইন বিবি তেরাবান কইন্যা



কান্দইন বিবি তেরাবান কইন্যা বাবাজীর গলায় ধরিয়া
হায় হায় দুঃখ লাগিয়া।
আইজমান থাকি যাও গো তেরাবান বাবাজীর মায়া ভুলিয়া
হায় হায় দুঃখ লাগিয়া।

হাতে ঐ না জোড় মেন্দি কপালে সিন্তি



হাতে ঐ না জোড় মেন্দি কপালে সিন্তি
ও গো রসমতি, কে পিন্দাইল মেন্দি?

হাতেতে মেন্দি কপালেতে সিন্তি



হাতেতে মেন্দি কপালেতে সিন্তি
ও গো রসমতী তোমারে
কে পিন্ধাইছৈন মেন্দি।।

ইন্দিল মন্দিল ঘরে



ইন্দিল মন্দিল ঘরে
         কাজল কোঠা ঘিরিয়া
পাশা খেলাইন গো ভাইয়ে
         ভাবী সাবরে লইয়া

নিউরনে রণন: আবাহন্যাদি পঞ্চমুদ্রা

নিউরনে রণন: আবাহন্যাদি পঞ্চমুদ্রা: আবাহনী মুদ্রা (১) আবাহনী- উভয় হস্তে অঞ্জলিবন্ধন পূর্বক উভয় হস্তের অনামিকার মূল পর্বে অঙ্গুষ্ঠদ্বয় যোগ করে ঊর্ধ্ব থেকে নিম্নে আনয়...

আবাহন্যাদি পঞ্চমুদ্রা

আবাহনী মুদ্রা


(১) আবাহনী- উভয় হস্তে অঞ্জলিবন্ধন পূর্বক উভয় হস্তের অনামিকার মূল পর্বে অঙ্গুষ্ঠদ্বয় যোগ করে ঊর্ধ্ব থেকে নিম্নে আনয়ন করলে আবাহনী মুদ্রা হয়।
সংস্থাপনী মুদ্রা
(২) সংস্থাপনী- ঐ আবাহনী মুদ্রার করতলদ্বয় অধোমুখ করলেই সংস্থাপনী মুদ্রা হয়।
সন্নিধাপনী মুদ্রা
(৩) সন্নিধাপনী- উভয় হস্ত মুষ্টিবন্ধনপূর্বক যোগ করে অঙ্গুষ্ঠদ্বয় যোগ করলেই সন্নিধাপনী মুদ্রা হয়।
সন্নিরোধনী মুদ্রা
(৪) সন্নিরোধনী- ঐ মুদ্রার উভয় হস্তের অঙ্গুষ্ঠদ্বয় অন্তঃপ্রবিষ্ট করলেই সন্নিরোধনী মুদ্রা হয়। 
সম্মুখীকরণী মুদ্রা
(৫) সম্মুখীকরণী- ঐ সন্নিরোধনী মুদ্রার মুষ্টিদ্বয় উত্তান করলেই সম্মুখীকরণী মুদ্রা হয়।

অবগুণ্ঠন মুদ্রা



অবগুণ্ঠন মুদ্রা- বাম হাত মুষ্টিবদ্ধ করে তর্জনীকে প্রসারিত করবে এবং বাম থেকে ডানে অধোমুখে ভ্রামিত করবে।

অঙ্কুশ মুদ্রা



অঙ্কুশ মুদ্রা- ডান হাত মুষ্টিবদ্ধ করে মধ্যমাঙ্গুলি প্রসারিত করবে। পরে তর্জনী সঙ্কুচিত করে মধ্যমার মধ্যম পর্বে সংলগ্ন করবে।

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

সামছিঙ্গা চিকনকালা দেইখ্যা আইছি জলে গো



সামছিঙ্গা চিকনকালা দেইখ্যা আইছি জলে গো
আমি আর যাব না এই যমুনার জলে।।

লালপুর থনি ডাকে দামান্দে উচ্চা গলার সুরে




লালপুর থনি ডাকে দামান্দে উচ্চা গলার সুরে
নীলপুর থনি ডাকে দামান্দে চিকন গলার সুরে।।

রাজার ডাক শুনিয়া বিবি কান্দে ঝারে ঝারে

হাতে লও লিলাই কাডারি মুখে লও লিলাই সুপারি



হাতে লও লিলাই কাডারি মুখে লও লিলাই সুপারি
হাত বাড়াইয়া লও গো লিলাই তোমার বিয়ার কাবিন---- (২)

হাতে লও গো লীলাই কাটারী



হাতে লও গো লীলাই কাটারী
মুখে লও গো লীলাই সুপারী

হাতে হাতে মেন্দি কপালেতে সিন্তি



হাতে হাতে মেন্দি কপালেতে সিন্তি
ও গো ঝিয়াই রসমতি কে পিন্ধাইছে মেন্দি----- (২)
কইন্যার বড় ভাবী তাইন বড় আউসি

সোনা দানা বাবুয়ানা



সোনা দানা বাবুয়ানা
অলংকার পৈরাইয়াছে
এ গো সিন্দুর দিয়া সাজাও রাইকে
হরিস্তলে ঝিল ধৈরাইয়াছে।।

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪

পূজায় হোম করার পদ্ধতি



সরস্বতী পূজায় (সংক্ষিপ্ত) হোম
উপক্রম- পূর্বমুখে বসে আচমন, সামান্যার্ঘ্য স্থাপন, আসনশুদ্ধি ও গুর্বাদিপ্রণাম করবে। তারপর বালি দিয়ে হস্তপ্রমাণ চতুষ্কোণ স্থণ্ডিল রচনা করে সেই স্থণ্ডিলের মধ্যভাগে তর্জনী-অঙ্গুষ্ঠযোগে কুশমূল দিয়ে বিন্দুগর্ভ ত্রিকোণ (পুংদেবতা হলে ঊর্ধ্বমুখে, স্ত্রীদেবতা হলে অধোমুখে), তার বাইরে ষটকোণ, তার বাইরে

শ্রীশ্রীসরস্বতী পূজাপদ্ধতি



শ্রীশ্রীসরস্বতী পূজাপদ্ধতি

উপবেশন ও আসন- সকালে স্নান-আহ্নিক সেরে ইষ্টমন্ত্র জপ বা স্তব পাঠ করতে করতে পূজাস্থলে গিয়ে শুদ্ধাসনে পূর্বমুখে বা উত্তরমুখে বসবেন।

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

সিলেটিয়া দামানরে




সিলেটিয়া দামানরে
শাড়ি আনছো কেমনরে?

রংপুরের কইন্যা ভালা দামান ভালা সিলেটের



রংপুরের কইন্যা ভালা দামান ভালা সিলেটের
শুইনছি কইন্যা বড়ই চাতুর যাইতা পারৈন হাটে

লীলা বালী লীলা বালী ভর যুবতী সই গো



লীলা বালী লীলা বালী ভর যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে।

মাথা চাইয়া সিন্থি দিমু ঝাঝরি লাগাইয়া সই গো

লীলাবালী লীলাবালী বড় যৌবতী সই গো



লীলাবালী লীলাবালী বড় যৌবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে।

লেম্বু রইলা দামান্দে আনন্দে



লেম্বু রইলা দামান্দে আনন্দে
লেম্বু রইলা দামান্দে বিনন্দে

রসিক রসিক চিকনকালা সই গো



রসিক রসিক চিকনকালা সই গো
দেইখা আইলাম জলে
সই গো দেইখা আইলাম জলে

সুনারিয়ায় ডাকে গো- সুনা আইছে লইয়া



সুনারিয়ায় ডাকে গো-  সুনা আইছে লইয়া
লও গো কইন্যার মা ভালা সোনা চাইয়া।

বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪

সুনামগঞ্জীয়া রঙ্গিলা দামান যাইতা শ্বশুর বাড়ি



সুনামগঞ্জীয়া রঙ্গিলা দামান যাইতা শ্বশুর বাড়ি
রঙ্গিলা দামান্দে মাইজীরে ডাকইন মাইজী নি আছইন ঘরে
খুশির বিদায় দেও গো মাইজী যাইতাম শ্বশুর দেশে।

জৈষ্ঠি না আষাঢ় মাসেরে গাঙ্গে নয়া পানি



জৈষ্ঠি না আষাঢ় মাসেরে গাঙ্গে নয়া পানি
দামান আইছে বিয়া করতে সরঙ্গা নাওখানি।

ধান লাড়ো সুন্দরী কইন্যা



ধান লাড়ো সুন্দরী কইন্যা
 লাম্বা মাথার কেশ
কোন নাগরের সাথে কইরা পিরিত

মায় কান্দে রে ঘরের কোনায় বইয়া



মায় কান্দে রে ঘরের কোনায় বইয়া
এমন সুন্দর ময়না আমার কেমনে দিতাম বিয়া

ফুলের গাছ রইয়াছি দয়ার মাইজীরে কইয়াছি



ফুলের গাছ রইয়াছি দয়ার মাইজীরে কইয়াছি
মাইজী গো ফুলর গাছ রাখিও যতনে।

ফজরে উঠিয়া দামান না খাইন দানা পানি



ফজরে উঠিয়া দামান না খাইন দানা পানি রে
আইজ রাত্রে স্বপ্নে দেখলা কমলা সুন্দরীরে

বৈরাতিগণ লইয়া দামান আইলা সাজিয়া



বৈরাতিগণ লইয়া দামান আইলা সাজিয়া
কোথায় রইলায় কইন্যার মা গো কইন্যা দেও সাজাইয়া।

মেঘ না আন্ধাইরা রাত্রি গাঙ্গে নয়া পানি



মেঘ না আন্ধাইরা রাত্রি গাঙ্গে নয়া পানি
অস্তে ধীরে বাওরে মাঝি ভাই
মাইজীর কান্দন শুনি।

পাশা খেলাও না রে



পাশা খেলাও না রে
পাশা যে খেলিতায় বা দামান
ঝাড়িয়া বান্ধ পাগড়ী

দামান্দের মায় জিগাস করইন



দামান্দের মায় জিগাস করইন ও পরানের পুত্রুরে
কাইল যে গেছলায় শ্বশুর বাড়ি রইছলায় কুন্ স্থানে?

তোরা সব সখি মিলিয়া গো



তোরা সব সখি মিলিয়া গো
সুন্দর কইন্যা করাও গোসল এশকে ঝাকার দিয়া

তোর রূপ দেখিয়া বালি বড় লাগে দয়া



তোর রূপ দেখিয়া বালি বড় লাগে দয়া
ইঙ্গুল বিঙ্গুল ঘরের মাঝের কুঠায় বসিয়া

নয়া জামাই ধীরে ধীরে খাইও



নয়া জামাই ধীরে ধীরে খাইও
চিতল মাছের কাটা গলায় লাগাইবায় চাইও।

দামান্দের হাতে দাল-তলোয়ার



দামান্দের  হাতে দাল-তলোয়ার বৈরাতির সাথে সুয়ারী গো
যাইতা দামান বেলোয়ার বাড়ি।

ঢাকা থেকে আসল দামান লাল ঘোড়া দৌড়াইয়া




ঢাকা থেকে আসল দামান লাল ঘোড়া দৌড়াইয়া
ও দামান পন্থে বইয়া খাও পান চিবাইয়া।

ডাক গো কইন্যার মারে



ডাক গো কইন্যার মারে খুলতা সোয়া কুড়া
কইন্যারে গোসল করাইতাম জল তুলতে যাই আমরা।

ঝিলমিল ঝিলমিল মশারীর তলে



ঝিলমিল ঝিলমিল মশারীর তলে
কিলা গো ভাবী ঘুমাইলে

জরির জুতা পায়ে দিয়া দামান যাইন



জরির জুতা পায়ে দিয়া দামান যাইন ফুলের তলে
লং ও এলাচি ফুল ফোটে আড়ে আড়ে

ঝিয়াই নি গো সুন্দরী



ঝিয়াই নি গো সুন্দরী
মাই চাচীর ঘর আন্ধারী
পরার ঘরে জ্বলে মোমের বাতি

রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

চুড়ি দিয়া সাজাইল




চুড়ি দিয়া সাজাইল
কাপড় দিয়া সাজাইল

চাম্পা শিমুলের তলে অবুঝ বেলুয়ায়



চাম্পা শিমুলের তলে অবুঝ বেলুয়ায়
বিছাইলা শীতল পাটী

কাইন্দ না কাইন্দ না মা’য়াগো না কান্দিও আর



কাইন্দ না কাইন্দ না মা’য়াগো না কান্দিও আর
আইজ থেইক্যা যাইবা চইল্যা পরেরই ঘর।

আকাশেতে উড়নিরে আকাশেতে পড়নিরে



আকাশেতে উড়নিরে আকাশেতে পড়নিরে
কইনছেন দেহি আমার বাবার খবর কি?

আইজ ময়নার গায়ে হলুদ কাইল ময়নার বিয়া



আইজ ময়নার গায়ে হলুদ কাইল ময়নার বিয়া
পরশু ময়না যাইতো গো ঢাক ঢোল বাজাইয়া

পানের আগা গোড়া আগারে মধ্যখানে ঢাকারে



পানের আগা গোড়া আগারে মধ্যখানে ঢাকারে
সেই পান পাঠাইয়া দেও কইন্যার মায়ের কাছেরে

কালা কচুর ধলা মাইঞ্জী



কালা কচুর ধলা মাইঞ্জী
 উনাই দুনাই পড়ে গো ওগো রাই

কাঞ্চা শিমুলের তলে ঝুর ঝুর মাটি



কাঞ্চা শিমুলের তলে ঝুর ঝুর মাটি
তাতে বিছাইয়া দিলা সাত রঙের পাটি

কালা বাইঙ্গনের ধলা ফুল রুমালে গেথিয়া তুল



কালা বাইঙ্গনের ধলা ফুল রুমালে গেথিয়া তুল
কইন্যা লো তোর দয়ার (দয়াল) মাইজীর মায়া তুল

গাঙ্গে যেন উঠেরে ছিনাই না দিয়াছে ঝাড়ু




গাঙ্গে যেন উঠেরে ছিনাই না দিয়াছে ঝাড়ু
সেই না মতে ফুইট্যা রইছে কুসুম ফুলের রেণু
পাশা খেলাও না রে

এতদিন পালিলাম ময়না কত আদর করে




এতদিন পালিলাম ময়না কত আদর করে
আজি হতে ওগো ময়না যাইবা পরের ঘরে

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪

উঠ উঠ বালি গো বান্ধ মাথার কেশ গো




উঠ উঠ বালি গো বান্ধ মাথার কেশ গো

না উঠিমু ওরে রাজা না বান্ধিমু কেশ রে।

এ’ভুলা গাঙ্গে বেভুলা পানি



এ’ভুলা গাঙ্গে বেভুলা পানি
রাজা, এলাচির গাঙ্গে খেওয়া

উকি বিলের পারে রে সু-বাজ বাজে রে



উকি বিলের পারে রে সু-বাজ বাজে রে
না জানি সৈয়দের বেটা কত রঙে সাজে

এতদিন ছিলারে মেন্দি গাছের ডালে




এতদিন ছিলারে মেন্দি গাছের ডালে
আজ কেন আইলারে মেন্দি কন্যার

ছিলোটিয়া নজিরাই বেতের বান্দিল পাঙ্খারে



ছিলোটিয়া নজিরাই বেতের বান্দিল পাঙ্খারে
সেই না পাঙ্খা হাতে লইয়া বাবুর বাড়ি ধাইতারে।

লাল ঘোড়া ছুপারী দামান ভালা যাইতে




লাল ঘোড়া ছুপারী দামান ভালা যাইতে
লীল ঘোড়া ছুপারী দামান ভালা যাইতে

সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান



সখী লাল বরণের পান, সখী লীল বরণের পান
ঘরে আছে কইন্যার মা তাইরে ধইরা আন।

হাতে কাটুরী নিয়া বা দামান্দে যাইতা



হাতে কাটুরী নিয়া বা দামান্দে যাইতা শ্বশুর দেশে
ইচ্ছা করি কাটোইন দামান্দে বেতের বাঁশের মোড়া

হলদি কেবা পিশেন গো সর্বসখী লীলমনি




হলদি কেবা পিশেন গো সর্বসখী লীলমনি
হলদি পিশিতে লাগে রহিমার হাতের পানি

হাতি ঘোড়ায় চড়িয়া



হাতি ঘোড়ায় চড়িয়া
দামান্দ আইছইন বা সাজিয়া
কইও দামান্দরে বুঝাইয়া

বাড়ির গাছ কাটিয়া রাজায় বানাইলা জুড় পালং



বাড়ির গাছ কাটিয়া রাজায় বানাইলা জুড় পালং গো।
জুড় বিছনা বিছাইয়া রাজায় গো শুইয়া নিদ্রায় গেলা

সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪

বিয়ার লাগছে উৎপত্তি, ছাবাল দামান্দে করইন খেতি



বিয়ার লাগছে উৎপত্তি, ছাবাল দামান্দে করইন খেতি
ওবা দামান্দ মেতির বাগানে ঢাল পানি।

বাবাজীর ঘরে হামাইয়া কইন্যায় কান্দইন জারে জারে




বাবাজীর ঘরে হামাইয়া কইন্যায় কান্দইন জারে জারে
বাবাজীর আহ্লাদের ঝিয়াই মাইজীর পরানী রে।

বাটায় লড়ে চড়ে পান নাই মোর ঘরে




বাটায় লড়ে চড়ে পান নাই মোর ঘরে
পান দেরে পান্নাওলা পান দেরে মোরে

মাটির কেরাগুলি সুবাজ বাজে



মাটির কেরাগুলি সুবাজ বাজে গো
শুনিতে ঝন ঝন করে।

মেন্দি তুলিতে ঘামো ঘামো লাগে আম্মা গো



মেন্দি তুলিতে ঘামো ঘামো লাগে আম্মা গো
ভাইজান আইছন নাইওর নিতা, দিবায় নি?

দামান বেটা বৈছৈন গো পালং –এর উপরে




দামান বেটা বৈছৈন গো পালং –এর উপরে
দামান বেটার মুখখান আবের মত ঝলকে।

নবীন আউরের মাঝে নবীন ফুল ফুইটাছে



নবীন আউরের মাঝে নবীন ফুল ফুইটাছে
দরজায় ফুইটাছে ফুল আউয়াল শুক্রবারে

কি দিয়া খাবাইতাম বেওয়াইরে



কি দিয়া খাবাইতাম বেওয়াইরে
কি দিয়া খাবাইতাম পুৎরারে

ঢুলের বাড়ি শুইনা রে



ঢুলের বাড়ি শুইনা রে
পাইকের নাচন দেইখা রে