সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

রবিবার, ৪ মার্চ, ২০১৮

ইশারা ভাষায় ফিংগারস্পেলিং শিখন-শেখানো কৌশল



ইশারা ভাষায় ফিংগারস্পেলিং শিখন-শেখানো কৌশল
         

 আমাদের দেশের কোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তি হওয়ার কথা নয় কারণ এ ধরনের শিক্ষার্থীদের শিখন-শেখানো কার্যাবলির উপর আমাদের দেশের শিক্ষকদের কোন প্রশিক্ষণ নেই। শিক্ষকদের কোন প্রশিক্ষণ না থাকলেও স্থানীয় চাহিদার পরিপ্রেক্ষিতে শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তি করা হয় এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে পাঠদানও করা হয়। শ্রবণ ক্ষমতা না থাকায় এসব শিশু কোন কিছু শোনে তথ্য সংগ্রহ করতে পারে না এবং তার কোন উপলব্ধিই মৌখিকভাবে প্রকাশ করতে পারে না তারপরও এই শিশুগণ ব্যক্তিগত কলা-কৌশল প্রয়োগ করে তাদের সাধ্যমত শিখে এবং অঙ্গভঙ্গি করে ইশারা-ইঙ্গিতে বুঝিয়ে দিতে পারে কিংবা লিখে

বাংলা ইশারা ভাষায় ফিংগারস্পেলিং



বাংলা ইশারা ভাষায় ফিংগারস্পেলিং
শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিরা আজও আমাদের সমাজে একটি আলাদা সত্ত্বা নিয়ে বসবাস করছে এর প্রধান কারণ যোগাযোগের প্রক্রিয়াগত সমস্যা আমাদের সমাজে শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের সাথে যোগাযোগের সুযোগ নেই বলেই তারা সাধারণ সমাজ থেকে বিচ্ছিন্ন এ ধরনের ব্যক্তির সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম ইশারা ভাষা মাতৃগর্ভে থাকা অবস্থায় কিংবা ভাষা শিক্ষার আগেই শৈশবে কিংবা পরবর্তী কোন সময়ে কোন কারণে যাদের শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যায়, তাদের শ্রবণ ও মৌখিক ভাব বিনিময়ের মাধ্যম হিসেবে ইশারার মাধ্যমে শব্দ বা বাক্যাংশ কিংবা আঙুলের সাহায্যে বর্ণ প্রদর্শন করার নামই আন্তর্জাতিকভাবে ইশারা ভাষা হিসেবে পরিচিত।