সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

সোমবার, ৩ আগস্ট, ২০১৫

ক্যাম্প ফায়ার বা তাঁবু জলসা


ক্যাম্প ফায়ার বা তাঁবু জলসা

স্কাউটিং এর শুরু থেকেইে বি.পি ক্যাম্প ফায়ার বা তাঁবু জলসার প্রচলন করেন। আফ্রিকায় থাকাকালে বি.পি লক্ষ্য করতেন জুলুরা দিন শেষে সন্ধ্যার পর স্তুপীকৃত কাঠে আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে বসে নাচ-গান করে আনন্দ উপভোগ করতো। এরূপ আগুন জ্বালানোর ফলে চারপাশ আলোকিত হতো, এছাড়াও আগুন দেখে হিংস্র পশু আর ধারে কাছে আসতোনা। তারা এ আগুনেই মাংস পুড়িয়ে খেতো। এতে তারা উত্তাপ পেত, কিছু সময়ের জন্য ঠাণ্ডা থেকে রেহাই পেত।  

জাতীয় বয়স্ক নেতা সম্পদ নীতিমালা

জাতীয় বয়স্ক নেতা সম্পদ নীতিমালা
নীতিমালার মৌলিক বিষয়সমূহ

২.০ বয়স্ক নেতা সংগ্রহ
স্কাউট আন্দোলন প্রবাহমান ও নিয়ত পরিবর্তনশীল। আন্দোলনের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে পরিকল্পনা মাফিক কর্মসূচি বাস্তবায়নের জন্য বয়স্ক নেতার ভূমিকা অপরিসীম।
স্কাউট কর্মকাণ্ড বাস্তবায়নে দু’ধরনের বয়স্ক নেতার প্রয়োজনীয়তা অনুভব হয়- স্বেচ্ছাসেবী বয়স্ক নেতা ও সার্বক্ষণিকভাবে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী।

ষষ্ঠক পদ্ধতি

ষষ্ঠক পদ্ধতি

স্কাউটিংয়ে বালক-বালিকাদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে একটি কাব প্যাক (ইউনিট)কে ছোট ছোট ভাগে ভাগ করে কাব স্কাউট প্রোগ্রামসহ প্যাকের যাবতীয় কাজ সম্পন্ন/বাস্তবায়নের পদ্ধতিকে ষষ্ঠক পদ্ধতি বলে। এক কথায় বলা যায়, কাবিং এর প্রচলিত ট্রেনিং পদ্ধতিই হচ্ছে ষষ্ঠক পদ্ধতি। স্কাউটিং এ ষষ্ঠক পদ্ধতি একটি কার্যকর এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি।