সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

স্কাউটিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্কাউটিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২০ মে, ২০২২

পথচারীর পথ চলার নিয়ম

 

পথচারীর পথ চলার নিয়ম

রাস্তা দিয়ে হাঁটার সময় আমাদের অবশ্যই পথ চলার নিয়ম মেনে চলতে হবে; এতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলেরই পথে হাঁটার নিয়মগুলো নিজে জানতে হবে এবং সন্তানকেও শেখাতে হবে। সবচেয়ে ভাল হয়, যদি সন্তানকে নিজে রাস্তায় চলাচলের সময় হাতে কলমে দেখিয়ে দেয়া হয়।

 পথচারী হিসাবে সড়ক দিয়ে হাঁটার নিয়ম হলো-

বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

স্কাউট সালাম

 

স্কাউট সালাম

        পরস্পরের সাথে সালাম বিনিময় সভ্যতার একটি সুন্দর নিয়ম, একের সাথে অপরকে বন্ধুত্ব এবং আন্তরিকতায় আবদ্ধ করা। স্কাউটসরা নিজস্ব পদ্ধতিতে পরস্পরের সাথে ডান হাতের তিন আঙ্গুল দিয়ে সালাম করে থাকে এবং একইভাবে সালাম গ্রহণ করে থাকে। এটি স্কাউট আন্দোলনের একটি অনন্য বৈশিষ্ট্য যা অন্য আন্দোলনে নেই।

ম্যানার্স এন্ড এটিকেট (আচার-আচরণ ও শিষ্টাচার) / Manners and Etiquette

 

ম্যানার্স এন্ড এটিকেট

(আচার-আচরণ ও শিষ্টাচার)

        আচার-আচরণ, আদব-কায়দা, ভদ্রতা, শিষ্টতা, বিনয় প্রভৃতির মাধ্যমে একজন মানুষের চরিত্র ফুটে উঠে। এসবের ভাল দিকগুলো সকলের কাছে প্রশংসনীয় হয় আর মন্দ দিকগুলো যার মধ্যে প্রতিফলিত হয় তার গ্রহণযোগ্যতা থাকে না। আচার-আচরণ ও শিষ্টাচার একটি আপেক্ষিক বিষয়। কোনো মানুষের বংশধারা, আর্থিক অবস্থা, পারিবারিক ও সামাজিক অবস্থান, ধর্মীয় ও পেশাগত অবস্থান ইত্যাদির কারণে এর পার্থক্য পরিলক্ষিত হয়। সকল পেশায় নিয়োজিত প্রতিটি মানুষেরই সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনই নৈতিকতা। মূল্যবোধ বিবেচনা করে যিনি কাজ করেন তিনিই নৈতিক দিক দিয়ে উন্নত।  উপযুক্ত পরিবেশ ও শিক্ষা এবং যথোপযুক্ত প্রশিক্ষণই একজন ব্যক্তিকে এ সকল গুণাবলিতে সমৃদ্ধ করতে পারে।

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

তাঁবু বাসের আইন বা নিয়মাবলি

 

তাঁবু বাসের আইন বা নিয়মাবলি

স্কাউটস প্রশিক্ষণে সাধারণত তাঁবুতে অবস্থান করতে হয় তাই প্রতিটি প্রশিক্ষণ কোর্সে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। এক্ষেত্রে তাঁবু বাসের কতিপয় সাধারণ নিয়ম উল্লেখ করা হলো। পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে কোর্স লিডার নিয়মাবলি সংশোধন ও সংযোজন করতে পারবেন।

১. স্কাউট আইনই তাঁবু বাসের আইন।

সোমবার, ৫ এপ্রিল, ২০২১

The Competencies of Trainers/ 31 Competencies for Training and Development Practitioners

 

The Competencies of Trainers

or

31 Competencies for Training and Development Practitioners

Essential Training Methods and Techniques for Adult Training and Development

 

 এসেনশিয়াল ট্রেনিং মেথডস্ এন্ড টেকনিকস্ ফর অ্যাডাল্ট ট্রেনিং এন্ড ডেভেলাপমেন্ট

 ১. লেকচার মেথড (Lecture Method) :

 প্রশিক্ষণ কোর্সসমূহে সচরাচর তাত্ত্বিক বিষয়সমূহ লেকচার মেথডে প্রশিক্ষণ দিতে দেখা যায়। এই মেথডে প্রশিক্ষক তার তৈরিকৃত ‘পয়েন্ট’ অনুযায়ী একাদিক্রমে বিষয়বস্তু উপস্থাপন করেন। তিনি মাইক, চার্ট, মাল্টিমিডিয়া প্রজেক্টরসহযোগে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন প্রভৃতি ব্যবহার করতে পারেন।

শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮

পায়ে তাল রাখো mp3

কাব স্কাউট গাও রে গান mp3

ক্যাম্প ফায়ার ক্যাম্প ফায়ার mp3

অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার mp3

বাদশাহ তুমি দ্বীন দুনিয়ার হে পরওয়ার mp3

হে খোদা দয়াময় রহমান রহিম mp3

বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

বাংলাদেশ স্কাউটসের ইতিহাস



 বাংলাদেশ স্কাউটসের ইতিহাস
                    ভূমিকা :  বাংলাদেশের জাতীয় স্কাউট সংস্থা হচ্ছে ‘বাংলাদেশ স্কাউটস’। স্কাউটিং হল বিশ্বব্যাপী একটি শিক্ষামূলক আন্দোলন, যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান। একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে গতিশীলভাবে অগ্রসর হওয়াকে আন্দোলন বলে। স্কাউটিং একটি খেলা, যা খেলতে খেলতে একজন স্কাউট বিশেষ বিষয়ে পারদর্শী হয়ে ওঠে, যা ভবিষ্যৎ জীবনে কর্মপন্থা নির্ধারণে তার সহায়করূপে কাজ করে। বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন

বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

প্রাথমিক প্রতিবিধানের নিমিত্ত কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া

কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া

প্রাথমিক প্রতিবিধানের নিমিত্ত রোগী বহন

রোগী বহন
রোগী বহন :  রোগীকে স্থানান্তরিত করা বা বহন করা প্রাথমিক প্রতিবিধানকারীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সুতরাং, প্রাথমিক প্রতিবিধানকারীকে অবশ্যই রোগী বহন পদ্ধতি জানতে হয়। প্রাথমিক প্রতিবিধানের ক্ষেত্রে সবচেয়ে অসুবিধাজনক ব্যাপার হলো কোথায়, কি অবস্থায় কি ধরণের রোগী পাওয়া যাবে আর হাতের কাছে কি ধরণের বাহন ব্যবস্থা থাকবে তা কেউ বলতে পারে না। তাই একজন প্রাথমিক প্রতিবিধানকারী স্কাউটকে হতে হবে অত্যন্ত দক্ষ। অবস্থার নিরীখেই তাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আঘাতের ধরণ বা রোগীর অবস্থা আঘাতের গুরুত্ব, কতজন নির্ভর যোগ্য সাহায্যকারী পাওয়া যাবে, ঘটনাস্থল থেকে যেখানে স্থানান্তরিত করা হবে তার দুরত্ব, পথের অবস্থা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে বহন পদ্ধতি নিরুপন করতে হবে। নিম্নে রোগী বহনের সহজ এবং সাধারণ কয়েকটি নিয়ম বা পদ্ধতি দেয়া হলো।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

উদ্ধার কাজ



উদ্ধার কাজ
যে কোন দুর্ঘটনার কবল থেকে পরিত্রাণ করার কৌশল কে উদ্ধার কাজ বলা হয়। স্কাউটদের  উদ্ধারকাজে পারদর্শিতা করে তোলার জন্য বিশেষ করে আগুন ও পানি থেকে উদ্ধার করার কৌশল আয়ত্ব করানো হয়ে থাকে।

শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭

কাব স্কাউটস এর প্রয়োজনীয় দু’টি অনুষ্ঠান

কাব স্কাউটস এর প্রয়োজনীয় দু’টি অনুষ্ঠান
 (ক) কাব স্কাউটস এর দীক্ষাদান অনুষ্ঠান
          দীক্ষা অনুষ্ঠান একজন নবাগতের জন্য কাব স্কাউট জীবনের প্রবেশদ্বার। নবাগত হিসেবে একজন বালক/বালিকা সদস্য ব্যাজের বিষয় তিনমাস প্রশিক্ষণ গ্রহণের পর সে কাবিং এর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাব প্রতিজ্ঞা ও আইন তার দৈনন্দিন জীবনে  বাস্তবায়নে অভ্যস্ত হয়ে পড়লেই দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্কাউট আন্দোলনের একজন সক্রিয় সদস্য হিসেবে বরণ করে নেয়া হয়। আনুষ্ঠানিকভাবে দীক্ষা গ্রহণের পূর্ব মহুর্ত পর্যন্ত কোন নবাগত স্কার্ফ ও ব্যাজ পতে পারে না এবং নিজেকে একজন কাব স্কাউট হিসেবে দাবী করতে পারে না।

কাব স্কাউটস স্কিল আইটেম : ব্যাঙের নাচ

কাব স্কাউটস স্কিল আইটেম : ব্যাঙের নাচ

গান

ওরে ও কোলাব্যাঙ
দেখেছি দেখেছি তোমার
লম্বা দুটো ঠ্যাঙ।

ওরে ও কোলাব্যাঙ
বাবুদের তালপুকুরে
হাবুদের ডালকুকুরে
শুনেছি রাতদুপুরে
ডাকছ তুমি উচ্চস্বরে
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ।
ওরে ও কোলাব্যাঙ।

পাত্রছাড়া রান্না (ব্যাক উডসম্যান কুকিং)

পাত্রছাড়া রান্না (ব্যাক উডসম্যান কুকিং)
ব্যাক উডসম্যানদের অনুকরণে পাত্র ছাড়া রান্নার কৌশল :
রুটি তৈরি করা :
রুটি, তরকারি ও মাংস রান্না তাঁবু জীবনের একটি অপরিহার্য অংশ। রুটি তৈরি করার প্রচলিত নিয়ম হলো- ময়দার সাথে প্রয়োজনমত লব এবং বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে। এইবার প্রয়োজন মত পানি নিয়ে মাখিয়ে নিলে একতাল খামীর প্রস্তুত হবে। নতুন ময়দা কিছুটা হাতে লাগিয়ে নিলে উহাতে খামীর আটকে যাবে না। বারবার হাত চাপড়িয়ে এর দ্বারা একটি বড় রুটি বা অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র রুটি তৈরি করা যায়। তারপর আগুনের কিছুটা অংশ থেকে অঙ্গা, ছাই ইত্যাদি সরিয়ে রুটিগুলি গরম মাটিতে রাখতে হবে। এর চারিদিকে গরম ছাই জড়ো করে দিলেই রুটি ছেকা হতে থাকবে। এই উপায়ে পাত্র ছাড়া রুটি তৈরি করা যায়।

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭

মার্চ পাস্ট (March Past)

মার্চ পাস্ট (March Past)

ব্যক্তিগত স্বাস্থ্য ও দলীয় শৃঙ্খলা রক্ষার্থে মার্চ পাস্টের প্রয়োজনীয়তা রয়েছে। দেশে বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীতে মার্চ পাস্ট এক নম্বরের আবশ্যিক বিষয় হিসেবে গণ্য করা হয়। স্কাউটের বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের সম্মান প্রদর্শনের জন্য মার্চ পাস্টের প্রচলন রয়েছে। এটা নিয়মিত অনুশীলন করতে হয়। ইউনিট লিডারগণ ভুলে গেলে কোন অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে দলের স্কাউটদের অনুশীলন করানো উচিত। এ ব্যাপারে অবসরপ্রাপ্ত সৈনিকদের সাহায্য নেয়া যেতে পারে।