সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

তাঁবু বাসের আইন বা নিয়মাবলি

 

তাঁবু বাসের আইন বা নিয়মাবলি

স্কাউটস প্রশিক্ষণে সাধারণত তাঁবুতে অবস্থান করতে হয় তাই প্রতিটি প্রশিক্ষণ কোর্সে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। এক্ষেত্রে তাঁবু বাসের কতিপয় সাধারণ নিয়ম উল্লেখ করা হলো। পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে কোর্স লিডার নিয়মাবলি সংশোধন ও সংযোজন করতে পারবেন।

১. স্কাউট আইনই তাঁবু বাসের আইন।

২. প্রত্যেকটি বাঁশির ডাকে দ্রুত এবং তৎপরতার সাথে সাড়া দিতে হবে।

৩. কোর্সের দৈনন্দিন সময়সূচি যথাযথভাবে মেনে চলতে হবে এবং সকল কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে।

৪. প্রশিক্ষণ চলাকালে সঠিক পোশাক পরিধান করতে হবে।

৫. কোর্স এলাকার বাইরে যেতে হলে ষষ্ঠক/উপদল নেতা ও কাউন্সেলরের মাধ্যমে কোর্স লিডারের অনুমতি নিয়ে বাইরে যেতে হবে।

৬. ষষ্ঠক/উপদল নেতার দায়িত্ব প্রতিদিন সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যাস্ত পর্যন্ত পর্যায়ক্রমিকভাবে চলবে।

৭. প্রতিদিন নিয়মিত নোটিশ বোর্ড দেখতে হবে।

৮. বাতি নিভানোর সময় থেকে সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত তাঁবু এলাকায় পূর্ণ নীরবতা পালন করতে হবে।

৯. সকালে ঘুম থেকে ওঠার পর বিছানাপত্র এবং ব্যবহার্য পোশাক পরিচ্ছদ পরিপাটি ভাঁজ করে গ্যাজেটে সাজিয়ে রাখতে হবে;   কোনো জিনিস মাটিতে রাখা যাবে না।

১০. প্রশিক্ষণ এলাকায় কোনো সম্পদের ক্ষতি সাধন করা থেকে বিরত থাকতে হবে।

১১. প্রশিক্ষণ এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার প্রতি সকলকে যত্নবান থাকতে হবে।

১২. নিজ নিজ শিবির এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সেই ষষ্ঠক/উপদলকে বহন করতে হবে। সমগ্র শিবির এলাকা বিশেষ করে নিজ ষষ্ঠক/উপদল এলাকায় কোনো ময়লা বা আবর্জনা জমা করে রাখা যাবে না।

১৩. ময়লা আবর্জনা ফেলার জন্য প্রত্যেক ষষ্ঠক/উপদলকে ২টি গর্ত তৈরি করে নিতে হবে। এই ২টি গর্তে পোকামাকড় যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ঢাকনা দিয়ে সব সময় ঢেকে রাখতে হবে।

১৪. প্রত্যেক ষষ্ঠক/উপদলকে ষষ্ঠক/উপদলভিত্তিক রান্না করে খেতে হবে।

১৫. প্রতিবার রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলতে হবে।

১৬. খাবারে মাছি/পোকামাকড় যাতে না পড়ে সেজন্য সব সময়েই সাবধানতা অবলম্বন করতে হবে।

১৭. তাঁবুর মধ্যে বসে খাওয়া দাওয়া নিষিদ্ধ; তাঁবুর বাইরে বসে খেতে হবে।

১৮. প্রতিবারে ব্যবহারের পরে থালাবাটি, বাসন-কোসন, হাঁড়ি-পাতিল প্রভৃতি ধুয়ে-মুছে নির্ধারিত গ্যাজেটে সাজিয়ে রাখতে হবে। হাঁড়ি-পাতিল ধোয়ার পর হাঁড়ি-পাতিলের তলায় মাটির প্রলেপ দিতে হবে।

১৯. সন্ধ্যায় তাঁবুর রশি হালকা ঢিলা করে এবং সকালে তাঁবুর রশি টেনে শক্ত করে বাঁধতে হবে।

২০. তাঁবুর ফ্লাপসমূহের পতন স্থান বরাবর ৮ সে.মি. গভীর নালা কেটে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন