১. কাব স্কাউট প্রতিজ্ঞা কি?
কাব স্কাউট
প্রতিজ্ঞা : আমি
প্রতিজ্ঞা করছি যে,
*আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
*প্রতিদিন
কারো না কারো উপকার করতে
*কাব স্কাউট আইন মেনে চলতে
আমি আমার
যথাসাধ্য চেষ্টা করব।
(অন্য ধর্মালম্বীগণ
‘‘আল্লাহ’’ শব্দের পরিবর্তে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস মতে সৃষ্টিকর্তার নাম উচ্চারণ
করতে পারবে)
Cub Scout Promise
I promise that, I
will do my best
* to do my duty to Allah and my country
*to do good to others everyday and
*to obey the cub scout law.
২. কাব স্কাউট আইন কয়টি ও কিকি?
কাব স্কাউট আইন দু’টি ।
* বড়দের কথা মেনে চলা
* নিজেদের খেয়ালে কিছু না করা।
Two laws of cub scouts
:
* Obey the elders;
* Obey the elders;
* Don't do anything whimsically.
৩. কাব স্কাউট মটো (মূলমন্ত্র) (Motto) কি? ‘‘যথাসাধ্য চেষ্টা করা।’’ “Do your best”
৪. স্কাউট শ্লোগানটি কি? ‘প্রতিদিন কারো না কারো উপকার করা’। 'to do good to others everyday'
৫. স্কার্ফের প্রান্ত বাঁধতে কোন গেরো ব্যবহার করা হয়? -ওভার হেড গেরো।
৬. শব্দার্থ লেখ :
রক সার্কেল--শিলাবৃত্ত,
প্যারেড সার্কেল--মহাবৃত্ত,
ওভার হেড গেরো—স্কার্ফের প্রান্ত বাঁধা,
কেলিক—টিম্বার হিচকে আরও মজবুত বা শক্ত করার জন্য গুঁড়ি টানার সময় এর উপরে বা সামনে একটি অতিরিক্ত প্যাচ লাগাতে হয়; এই প্যাচকে কেলিক বলে।
সালাত--নামাজ,
ম্যাফেকিং—দক্ষিণ আফ্রিকার একটি স্থানের নাম,
কাব—শাবক/বাচ্চা,
স্টিচ--সেলাই,
হেম—কাপড়ের ধার সেলাই করাকে হেম বলে।
স্কোয়ার বো—জুতার ফিতা বাঁধা,
গুড টার্ন নট—সৎ কাজের গেরো,
বোলাইন—জীবন রক্ষা গেরো,
রীফ নট—ডাক্তারী গেরো,
টিম্বার হিচ—গাছের গুঁড়ি টানা গেরো,
শীট ব্যান্ড—পাল গেরো,
ক্লোভ হিচ—বড়শি গেরো।
৭. সদস্য ব্যাজ অর্জনের জন্য দলে ভর্তির কত দিন পর দীক্ষা প্রদান করা হয়? কে দীক্ষা প্রদান করেন? তিন মাস পর। কাব লিডার।
৮. পতাকার ছবি দেখে দেশের নাম, রাজধানী, ভাষা, মুদ্রার নাম লেখ। (এই ব্লগে স্কাউট লেবেলে দেয়া আছে)
৯. ছবি দেখে গেরোগুলোর নাম ও ব্যবহার লেখ। (এই ব্লগে স্কাউট লেবেলে দেয়া আছে)
১০. বাংলাদেশ স্কাউটসের চীফ স্কাউটসের নাম লেখ। মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।
১১. বাংলাদেশ স্কাউটসের সভাপতির নাম কি?
বাংলাদেশ স্কাউটস এর মাননীয় সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ।
১২. বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনারের নাম কি?
বাংলাদেশ স্কাউটসের মাননীয় প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান।
১৩. গুড টার্ন কি কমপক্ষে দুটি উদাহরণ দাও। (ক) কোন শিশু বা অন্ধলোককে রাস্তা পারাপারে সাহায্য করা (খ) আগন্তুককে ঠিকানা বের করতে সাহায্য করা (গ) অপারগ শিক্ষার্থীকে পড়ালেখায় সাহায্য করা
১৪. শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনের জন্য মোট কতটি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হবে? এর মধ্যে কোন ব্যাজটি বাধ্যতামূলক ?
কমপক্ষে ১১টি।
সাঁতার
১৫. কাব স্কাউটসের দক্ষতা ব্যাজ কয়টি ও কি কি? এই ব্যাজগুলো অর্জনে সর্বনিম্ন কত সময়ের প্রয়োজন? দক্ষতা ব্যাজ ৪টি। সদস্য, তারা, চাঁদ ও চাঁদ-তারা ব্যাজ। ১৫ মাস।
১৬. পরিবেশ কি কি কারণে দূষিত হয় এবং দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কী?
১৭. ব্যাডেন পাওয়েল যে বই থেকে কাব দল গঠনের ধারণা লাভ করেন সেই বই ও তার লেখকের নাম কি?
বই- দি জাঙ্গল বুক। লেখক- রুডইয়ার্ড কিপলিং
১৮. একটি কাব দলে (ক) সর্বনিম্ন ও সর্বোচ্চ কতজন কাব থাকে? (খ) সর্বনিম্ন ও সর্বোচ্চ কতটি ষষ্ঠক থাকে?
(ক) সর্বনিম্ন ১২ জন ও সর্বোচ্চ ২৪ জন কাব থাকে। (খ)
সর্বনিম্ন ২টি ষষ্ঠক ও সর্বোচ্চ ৪টি ষষ্ঠক থাকে।
১৯. সাতজন বীরশ্রেষ্ঠের নাম ও জন্মস্থান কোথায় লেখ।
নাম
|
জেলা
|
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
|
ঢাকা
|
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ
|
নড়াইল
|
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর
|
বরিশাল
|
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
|
যশোহর
|
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
|
ভোলা
|
বীরশ্রেষ্ঠ আবদুর রউফ
|
ফরিদপুর
|
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন
|
নোয়াখালী
|
২০. কমপক্ষে কত বছর বয়স হলে কাব দলে ভর্তি হওয়া যায়? ৬+
বছর।
২১. কত বছর বয়স হলে একজন কাবসদস্য কাব দলে থাকতে পারে না? ১১ বছর।
২২. নিম্নোক্ত ব্যাজগুলো পোশাকের কোথায় পরিধান করতে হয়?
(ক) সাঁতার (পারদর্শিতা) ব্যাজ (খ) দক্ষতা ব্যাজ
(ক) স্কাউট পোশাকের শার্টের ডান হাতার কনুই ও কাঁধের
মাঝখানে। (খ) দক্ষতা ব্যাজ (সদস্য ব্যাজ) স্কাউট পোশাক শার্টের বাম পকেটের মাঝখানে
এবং অন্যান্য দক্ষতা ব্যাজ স্কাউট পোশাকের শার্টের বাম হাতার কনুই ও কাঁধের
মাঝখানে পরিধান করতে হয়।
২৩. কাবিং শুরু হয় কত সালে? ১৯১৪ সালে।
২৪. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক অঙ্কন করে বর্ণনা দাও।
২৫. বাংলাদেশ স্কাউটসের মনোগ্রাম অঙ্কন কর।
২৬. প্যাক মিটিং কি?
প্যাক মিটিং হচ্ছে
কাব প্রোগ্রাম বাস্তবায়নের জন্য ৬০-৯০
মিনিট ব্যাপী প্রশিক্ষণ দানের লক্ষ্যে নিয়মিত সপ্তাহিক কাব কর্মসূচী।
২৭. সার্কভূক্ত যে কোন একটি দেশের পতাকা অঙ্কন কর।
২৮. বাংলাদেশ স্কাউটসের অঞ্চলগুলোর নাম লেখ।
ঢাকা,
চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, কুমিল্লা, দিনাজপুর, রোভার, রেলওয়ে, নৌ
এবং এয়ার অঞ্চল।
২৯. ইপিআই কর্মসূচিতে কয়টি রোগের টিকা দেয়া হয়? রোগগুলো কি কি?
ছয়টি।
ডিপথেরিয়া, পোলিও, টিটেনাস, যক্ষ্মা, হাম, হুপিং কাশি।
৩০. নিয়ন্ত্রিত কাব দলের গ্রুপ কমিটির সভাপতি কে? প্রতিষ্ঠানের প্রধান।
৩১. কাব দলের সম্পাদক কে ? কাব লিডার।
৩২. স্কাউট দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি? বিপি-র জন্মদিন, ২২ ফেব্রুয়ারি।
৩৩. ছবি দেখে পারদর্শিতা ব্যাজগুলোর নাম লেখ।
৩৪. পারদর্শিতা ব্যাজের গ্রুপ কয়টি ও কি কি? রঙধনু গ্রুপ কয়ভাগে বিভক্ত? দুইটি। সূর্য গ্রুপ এবং রঙধনু গ্রুপ। রঙধনু গ্রুপ ৭ ভাগে বিভক্ত।
৩৫. বিপি-র পুরো নাম লেখ। রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বি.পি)
৩৬. বিপি পিটি কয়টি? ছয়টি।
৩৭. জাতীয় ফুল, ফল, মাছ, গাছ, পাখি ও পশুর নাম লেখ। শাপলা, কাঁঠাল, ইলিশ, আমগাছ, দোয়েল, রয়েল বেঙ্গল টাইগার।
৩৮. বাংলা বর্ষপঞ্জিতে কোন মাস কত দিনের? প্রথম ৫ মাস ৩১ দিনের এবং বাকি ৭ মাস ৩০ দিনের।
৩৯. শরীরের সীমানা কতটুকু? সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত দুই পাশে প্রসারিত করলে যে জায়গাটুকু হয় সেটুকু শরীরের সীমানা।
৪০. সঞ্চয় করার উপায় কি কি?
(ক) পুরাতন ও অপ্রয়োজনীয় বই এবং কাগজ বিক্রয় করে;
(খ) পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী যেমন- বোতল, কনটেইনার
প্রভৃতি বিক্রয় করে;
(গ) পুরাতন ও অপ্রয়োজনীয় কাপড় বিক্রয় করে;
(ঘ) পুরাতন খাতা বা বই-র কাগজ দিয়ে ঠোঙা বানিয়ে বিক্রয় করে।
৪১. পথ চলার নিয়ম কি কি?
(ক) ফুটপাত দিয়ে হাঁটতে হয়,
ফুটপাত না থাকলে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতে হয়।
(খ) রাস্তা পারাপারের সময়
প্রথমে ডানে, পরে বামে এবং উভয় পাশে ভালভাবে দেখে রাস্তা পার হতে হয়।
(গ) বড় শহরে জেব্রা ক্রসিং
থাকে, জেব্রা ক্রসিং ধরে রাস্তা পার হতে হয়।
(ঘ) ট্রাফিক সিগনালে লাল বাতি জ্বললে গাড়ি থামে, তখন
রাস্তা পার হতে হয়।
(ঙ) সবুজ বাতি জ্বললে গাড়ি চলতে থাকে, তখন রাস্তা
পার হতে নেই।
৪২. প্রাথমিক প্রতিবিধান কাকে বলে?
সাধারণভাবে কোন আহত বা অসুস্থ ব্যক্তিকে ডাক্তার আসা অথবা
ডাক্তারের নিকট পৌঁছানোর পূর্ব পর্যন্ত যে সেবা দেয়া হয়, তাকেই প্রাথমিক
প্রতিবিধান বলে। অন্যভাবে বলা যায়, যে জ্ঞান দ্বারা ডাক্তারের সাহায্য পাওয়ার আগ
পর্যন্ত কোন আহত বা অসুস্থ ব্যক্তির আরোগ্যের পথ সুগম করতে এবং অবস্থার যাতে আর
অবনতি না হয় তার ব্যবস্থা করতে পারা যায় তাকেই প্রাথমিক প্রতিবিধান বলে।
৪৩. ব্যাণ্ডেজ কত প্রকার ও কি কি? ব্যান্ডেজ সাধারণতঃ দুই প্রকার। যথা- (১) রোলার ব্যান্ডেজ (২) ত্রিকোণী ব্যান্ডেজ।
৪৪. সমাজ সেবামূলক তিনটি প্রতিষ্ঠানের নাম লেখ। উত্তর : বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ গার্লস গাইড, আঞ্জুমান মুফিদুল ইসলাম।
৪৫. মাটি কি কি উপকারে আসে?
আমাদের বসত বাড়ি, বিদ্যালয়, হাটবাজার, খেলার মাঠ, খেত-খামার
সবই স্থলভাগে অবস্থিত। শৈশবে মায়ের কোলে আমরা আশ্রয় পাই। ঠিক তেমনি এই মাটির বুকে
ঘর বেঁধে আমরা নিরাপদে বাস করি। এই মাটিতে উৎপন্ন ফসলই আমাদের খাদ্য যোগায়। তাই
মাটি মায়ের মত। আমাদের পরিধেয় বস্ত্র তৈরির উপাদানও মাটি থেকেই পাই। মাটির উপর সকল
প্রাণী সুখে শান্তিতে জীবন অতিবাহিত করছে।
৪৬. সাঁতার কত প্রকার ও কি কি?
সাঁতার সাধারণত: ৫ প্রকার। যথা- (১) মুক্ত সাঁতার (Free style
swimming); (২) চিৎ সাঁতার (Back Crawl stroke); (৩) বুক সাঁতার (Breast stroke); (৪) প্রজাপতি সাঁতার (Butter fly) এবং (৫) পার্শ্ব
সাঁতার (Side stroke) ।
৪৭. ড্রেসিং, লিন্ট, প্যাড, স্প্লিন্ট ও ব্যান্ডেজ কী?
ড্রেসিং : কোন ক্ষতস্থানে যে আবরণ বা আচ্ছাদন দেয়া হয় তাকে ড্রেসিং বলে। ড্রেসিং ব্যবহারের কারণ- (ক) রক্তক্ষরণ বন্ধ করা, (খ) ক্ষত স্থানে আবার যাতে আঘাত না লাগে তার ব্যবস্থা করা, (গ) ক্ষতস্থানে যাতে বাইরের কোন দূষিত কিছু না লাগে তার ব্যবস্থা করা।
লিন্ট : লিন্ট হলো ঔষধযুক্ত ও জীবাণুমুক্ত একখণ্ড কাপড়। ক্ষতস্থান ভাল করে পরিস্কার করে নিয়ে ক্ষতস্থানে এমনভাবে লিন্ট স্থাপন করতে হবে যাতে ক্ষতস্থান সম্পূর্ণ ঢেকে থাকে।
প্যাড : ক্ষতস্থানকে আরামপ্রদ রাখার জন্য প্যাড ব্যবহার করা হয়। প্যাড তুলা বা পরিস্কার জীবাণুমুক্ত নরম কাপড়ের হতে পারে।
স্প্লিন্ট : অস্থি ভঙ্গ হলে স্প্লিন্ট বা চটি ব্যবহার করা হয়। পাতলা কাঠ, হার্ডবোর্ড বা বাঁশের চটা দিয়ে স্প্লিন্ট তৈরি করা যায়।
ব্যান্ডেজ : ড্রেসিং যাতে সরে না যায় বা পড়ে না যায় তারজন্য যে কাপড় ব্যবহার করে জড়িয়ে বা পেঁচিয়ে রাখা হয় তাকে ব্যান্ডেজ বলা হয়।
৪৮. সঠিক মাপে জাতীয় পতাকা এঁকে সঠিকভাবে রঙ কর।
৪৯. নিজ উপজেলা ও জেলার সীমানা লেখ।
৫০. নিম্নের যে কোন একটি বিষয়ে ইংরেজীতে ৪০ শব্দের একটি রচনা লেখ।
a) My Country or My Homeland or Bangladesh (b) My Home
District (c) My Home Town (d) My Reading Room
৫১. নিজের ভাষায় নিম্নের যে কোন একটি বিষয় সম্পর্কে ৪০ শব্দের একটি রচনা লেখ।
(ক) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস অথবা বাংলাদেশের
সংক্ষিপ্ত ইতিহাস
(খ) স্বাধীনতা দিবস
(খ) স্বাধীনতা দিবস
(গ) বিজয় দিবস
(ঘ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস
(ঘ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস
৫২. বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে ১২টি স্কাউট অঞ্চলের অবস্থান চিহ্নিত কর।
৫৩. বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে নিজ জেলা, বিভাগ এবং সমু্দ্রবন্দর চিহ্নিত কর।
৫৪. বিপরীত শব্দ লিখ :
৫৫. এক কথায় প্রকাশ কর :
৫৬. Fill in the gap with suitable word ;
৫৭. Translate in to English
৫৮. নিজ ষষ্ঠক, বিদ্যালয় ও লেখাপড়া বিষয়ে dialogue
৫৯. ৪, ৮, ১২ এর পরবর্তী সংখ্যা কত?
৬০. ১ ফুট পাইপের দাম ২০ টাকা হলে ১ গজ পাইপের দাম কত?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন