কাব স্কাউটস স্কিল আইটেম : ব্যাঙের নাচ
গান
ওরে ও কোলাব্যাঙ
দেখেছি দেখেছি তোমার
লম্বা দুটো ঠ্যাঙ।
ওরে ও কোলাব্যাঙ
বাবুদের তালপুকুরে
হাবুদের ডালকুকুরে
শুনেছি রাতদুপুরে
ডাকছ তুমি উচ্চস্বরে
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ।
ওরে ও কোলাব্যাঙ।
নাচের বর্ণনা
কাবেরা সকলে পরস্পরের হাত ধরাধরি করে মহাবৃত্তে দাঁড়াবে।
এরপর হাত ছেড়ে দিয়ে উপরের দিকে লাফিয়ে একলাফে ব্যাঙের মতো করে বসে পড়বে। তারপর
নিজের জায়গায় ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে তালে তালে বলবে-‘‘ওরে ও কোলাব্যাঙ, দেখেছি
দেখেছি তোমার, লম্বা’’ ‘‘দুটো’’ বলার পরে দু’ পা পেছনে ছড়িয়ে দিয়ে বলবে ঠ্যাঙ, তারপরে ও কোলা ব্যাঙ বলে
পূর্বের জায়গায় বসবে। তারপরে আবার নিজের
জায়গায় ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে তালে তালে বলবে- ‘‘বাবুদের তালপুকুরে, হাবুদের ডাল পুকুর, শুনেছি রাত
দুপুরে, ডাকছ তুমি উচ্চস্বরে’’ বলে এরপর ‘‘ঘ্যাঙর’’ ‘‘ঘ্যাঙর’’ ঘ্যাঙ বলে সামনের
দিকে ছোট তিনটি লাফ দেবে। এরপরে ‘‘ওরে ও কোলা ব্যাঙ” বলে তিনটি লাফে
পিছনে পূর্বের জায়গায় ফিরে যাবে এবং জায়গায় বসা থেকে দাঁড়িয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন