মার্চ পাস্ট (March Past)
ব্যক্তিগত স্বাস্থ্য
ও দলীয় শৃঙ্খলা রক্ষার্থে মার্চ পাস্টের প্রয়োজনীয়তা রয়েছে। দেশের বিভিন্ন প্রতিরক্ষা
বাহিনীতে মার্চ পাস্ট এক নম্বরের আবশ্যিক বিষয় হিসেবে গণ্য করা হয়। স্কাউটের বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের সম্মান
প্রদর্শনের জন্য মার্চ পাস্টের প্রচলন রয়েছে। এটা নিয়মিত অনুশীলন করতে হয়। ইউনিট
লিডারগণ ভুলে গেলে কোন অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে দলের স্কাউটদের অনুশীলন করানো উচিত।
এ ব্যাপারে অবসরপ্রাপ্ত সৈনিকদের সাহায্য নেয়া যেতে পারে।
নিয়ম : পরিচালক ছেলে অথবা
মেয়েদেরকে কমপক্ষে তিন সারিতে একের পেছনে অন্যকে দাঁড় করাবেন। সামনে হাত দুটি সমান্তরালভাবে কাঁধ বরাবর তুলে অন্যের শরীরে যাতে হাত না লাগে এভাবে ফাঁক রেখে দাঁড়াবে। পরিচালক দলকে
আরাম থেকে সোজা করবে। এরপর ‘‘সামনে চলো’’ নির্দেশ দেবে। দল মঞ্চের কাছে নির্দিষ্ট
দাগের কাছে পৌঁছালে কমান্ডার
উচ্চস্বরে ‘‘ডানে দেখো’’ বলবে। কমান্ডার হাত তুলে স্কাউট সালামসহ মঞ্চের দিকে
তাকাবে। অন্যরা মার্চ করে ডানে তাকিয়ে চলতে থাকবে। দলের ডান সারির শেষ ছেলেটি
মঞ্চের শেষের প্রান্তে
পৌঁছালে উচ্চস্বরে বলবে ‘‘সামনে দেখো’’ । তখন অন্যরা হাত
সঞ্চালনের মাধ্যমে সামনে চলতে থাকবে। এভাবে তারা নির্দিষ্ট স্থানে গিয়ে থামবে।
কমান্ড : নিম্নে কতিপয় কমান্ড উল্লেখ করা হলো : ১। আরামে
দাঁড়াও, ২। সোজা হও, ৩। বায়ে ঘুরো, ৪।
ডানে ঘুরো, ৫। উল্টা ঘুরো, ৬। পায়ে তাল রাখ (বাম-ডান), ৭। সামনে চলো, ৮।
ডানে দেখো, ৯। সামনে দেখো, ১০। পতাকাকে সালাম করো, ১১। হাত নামাও, ১২। সংখ্যা গোনো, ১৩। গ্র্যান্ডইয়েল, ১৪। পরবর্তি কার্যক্রমের জন্য ছুটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন