পথচারীর পথ চলার
নিয়ম
রাস্তা দিয়ে হাঁটার সময় আমাদের অবশ্যই পথ
চলার নিয়ম মেনে চলতে হবে; এতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে।
একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলেরই পথে হাঁটার নিয়মগুলো নিজে জানতে হবে এবং
সন্তানকেও শেখাতে হবে। সবচেয়ে ভাল হয়, যদি সন্তানকে নিজে রাস্তায় চলাচলের সময় হাতে
কলমে দেখিয়ে দেয়া হয়।
পথচারী হিসাবে সড়ক দিয়ে হাঁটার নিয়ম হলো-
১)
রাস্তা দিয়ে হাঁটতে গেলে ফুটপাত দিয়ে হাঁটতে হয় ৷ ফুটপাত না থাকলে সব সময়
রাস্তার ডানপার্শ্ব দিয়ে হাঁটতে হবে।
কারণ আমাদের দেশের নিয়ম অনুযায়ী গাড়ি বামপার্শ্ব
দিয়ে চলে। পথচারীও যদি বামপার্শ্ব দিয়ে চলে তাহলে পিছন থেকে আগত গাড়িগুলো কিছু বুঝে
ওঠার আগেই আঘাত করতে পারে। ডানপার্শ্ব দিয়ে হাঁটলে আপনার সামনের গাড়িগুলো দেখে
নির্বিঘ্নে রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে পারবেন। এক্ষেত্রে পথচারীকে পিছন থেকে কোন
গাড়ি আঘাত করার সম্ভাবনা থাকে না।
২) শহর এলাকায় রাস্তা পার হওয়ার সময় যেখানে
জেব্রা ক্রসিং আছে সেখানে ঐ জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হয়।
জেব্রা ক্রসিংয়ের রাস্তায় লাল বাতি জ্বলে
উঠলে এ সময় ঐ রাস্তা গাড়ি চলাচলের জন্য বন্ধ হয়ে যায়। ঐ লাল বাতি জ্বলে উঠার পর
জেব্রা ক্রসিং দিয়ে দ্রুত রাস্তা পার হতে হয়।
৩) রাস্তা পার হওয়ার জন্য ফুটওভার ব্রিজ
থাকলে ঐ ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হতে হয়।
৪) জেব্রা ক্রসিং বা ফুটওভারব্রিজ না থাকলে
কোনো রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডানে তাকাতে হবে, তারপর বামে এবং সর্বশেষ ডানে
তাকিয়ে দেখতে হবে কোনো গাড়ি আসছে কি না; দ্রুতগামী কোনো গাড়ি আসতে না দেখলে এবং
নিরাপদ মনে করলে দ্রুত রাস্তা পার হতে হবে।
রাস্তা পার হতে হলে আপনাকে ডানে তাকাতে হবে কারণ
ডান দিকের গাড়ি আপনাকে প্রথমে আঘাত করবে। এরপর বামে তাকাতে হবে কারণ উল্টো দিক
থেকে যে কোন সময় গাড়ি আসতে পারে। সর্বশেষ ডানে তাকাতে হবে কারণ এই সময়ের মধ্যে যে
কোন গাড়ি চলে আসতে পারে।
৫) রাস্তায় হাঁটাকালীন ফোনে কথা না বলা এবং
ফোনে দৃষ্টি নিবদ্ধ করে না চলাই শ্রেয়। হাঁটার সময় গর্ত, খাদ বা ম্যানহোলের খোলা
গর্তের প্রতি বিশেষ খেয়াল রাখতে হয়। তা না হলে গুরুতর বিপদের সম্ভাবনা থাকে।
আলোর সংকেতের
অর্থ
# হলুদ আলো : জেব্রা ক্রসিংয়ের আগে থামো।
সামনে যাওয়ার জন্য তৈরি থাকো। জেব্রা ক্রসিং পার হয়ে থাকলে চলে যাও।
# সবুজ আলো : চলতে পারো। যেদিকে তীরচিহ্ন
সেদিকে যাও।
# লাল আলো : রাস্তা বন্ধ, চলা নিষেধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন