১)
একটি স্কাউট দড়ির মাপ কত?
উত্তর : ১ সেঃমিঃ ব্যাস বিশিষ্ট
২.৭৫ মিটার লম্বা সূতা/পাট/শন বা নাইলনের দড়িকে স্কাউট দড়ি বলে।
২) নটিং কাকে বলে?
উত্তর : কাব/স্কাউটরা দড়ি দিয়ে যে
গেরো ব্যবহার করে তাকে নটিং বলে।
৩) ল্যাশিং কাকে বলে?
উত্তর : বাঁশ বা ডালপালার সাহায্যে গ্যাজেট তৈরির জন্য যে প্যাঁচ ব্যবহার করা হয় তাকে ল্যাশিং বলে।
৪) দড়ি সাধারণত কত প্রকার ও কী কী?
উত্তর : দড়ি সাধারণত ৩ প্রকার । যথা
:-
(1)
হসার লেড
রোপ ( Hawser
Laid Rope ) ;
(২) শ্রাউড লেড রোপ ( Shroud Laid Rope ) এবং
(৩) ক্যাবল লেড রোপ ( Cable Laid Rope ) ।
৫) হসার লেড রোপ কাকে বলে?
উত্তর : তিন গুন ওয়ালা দড়িকে হসার
লেড রোপ বলে। এটি বাম দিক হতে ডান দিকে পেঁচিয়ে তৈরি করা হয়।
৬) শ্রাউড লেড রোপ কাকে বলে?
উত্তর : পাঁচ গুন ওয়ালা দড়িকে
শ্রাউড লেড রোপ বলে। এটিও বাম দিক হতে ডান দিকে পেঁচিয়ে তৈরি করা হয়। তৈরি করার
সময় একটি গুন মাঝখানে থাকে ও অন্য চারটি ঐ গুনের উপর দিয়ে বাম দিক হতে ডান দিকে
প্যাঁচানো থাকে।
৭) ক্যাবল লেড রোপ কাকে বলে?
উত্তর : তিন গুন ওয়ালা তিনটি হুসার লেইড রোপ দিয়ে তৈরি
দড়িকে ক্যাবল লেড রোপ বলে।
৮) দড়ি গুছিয়ে রাখার নিয়ম কয়টি ও কী
কী?
উত্তর : ২টি। যথা :-
(1)
হাতে এবং
(২) মাটিতে।
৯) একটি দড়ির কয়টি অংশ এবং কী কী?
উত্তর : ২টি । যথা :
(1)
চলমান
প্রান্ত এবং
(2) স্থির প্রান্ত।
১০) চলমান প্রান্ত কাকে বলে?
উত্তর : দড়ির যে প্রান্ত দ্বারা কাজ
করা হয় তাকে চলমান প্রান্ত বলে।
১১) স্থির প্রান্ত কাকে বলে?
উত্তর : দড়ির যে প্রান্ত দ্বারা কাজ
করা হয় না তাকে স্থির প্রান্ত বলে।
১২) বাইট কাকে বলে?
উত্তর : দড়ির কোথাও যদি অর্ধবৃত্ত
অথবা সোজা চলতে চলতে কোথাও বাঁকা হয়ে যায় অথবা যদি দড়ির এক প্রান্তকে দড়ির অপর
অংশের পাশাপাশি রেখে, দড়ির এই প্রান্তে যদি লুপের মত তৈরি করা হয় তখন তাকে বাইট
বলে। যেমন : বোলাইন অন দি বাইট।
১৩) টার্ন কাকে বলে?
উত্তর : কোনো
দড়ি দিয়ে কোনো খুঁটিতে যদি একটি প্যাঁচ দেয়া হয় তাকে টার্ন বলে।
১৪) রাউন্ড কাকে বলে?
উত্তর : কোনো
দড়ি দিয়ে যদি কোনো খুঁটিতে একটি পূর্ণ প্যাঁচ দেওয়া হয় তখন তাকে রাউন্ড বলে।
১৫) রাউন্ড টার্ন কাকে বলে?
উত্তর : কোনো
খঁটিতে যদি দড়ির চলমান প্রান্ত দিয়ে একবার রাউন্ড এবং একবার টার্ন দেয়া হয় তখন
তাকে রাউন্ড টার্ন বলে।
১৬) লুপ কাকে বলে?
উত্তর : দড়ির
এক প্রান্তকে মূল দড়ির উপর রাখলে যে বৃত্তের মতো অংশ সৃষ্টি হয় তাকে লুপ বলে।
১৭) হুইপিং ( Whipping ) কাকে বলে?
উত্তর : দড়ির
মুখ খুলে গিয়ে তন্তু ছড়িয়ে পরে ব্যবহারের অনুপযোগী যাতে না হয় সে জন্য দড়ির মুখে
সরু সুতা দিয়ে বেঁধে রাখাকে হুইপিং বলে।
১৮) হুইপিং কত প্রকার ও কী কী?
উত্তর : হুইপিং
৩ প্রকার । যথা :- (১) কমন ( Common) হুইপিং (২) ওয়েস্ট ক্যান্ট্রি ( West
Country) হুইপিং (৩) সেইল মেকার্স ( Sail Maker’s) হুইপিং।
১৯) ফ্রাপিং ( Frapping ) কাকে বলে?
উত্তর : ল্যাশিং
টাইট বা শক্ত করার জন্য গেরোর মাঝখানে প্যাঁচানো হয় তাকে ফ্রাপিং বলে।
২০) Knot
( নট ) কাকে বলে?
উত্তর : একটি
দড়ির সাথে অন্য দড়ি বা অন্যকিছুর সাথে যে পূর্ণাঙ্গ গেরো দেওয়া হয় তকে নট বলে।
২১) Hitch ( হিচ ) কাকে বলে?
উত্তর : একটি
দড়ি দিয়ে অন্য একটি খুঁটি বা অন্য কোন দ্রব্যের সাহায্য নিয়ে যে গেরো দেয়া হয় তাকে
হিচ বলে।
২২) সাধারণ ব্যবহৃত ল্যাশিং ( Lashing ) কয়টি ও কি কি?
উত্তর : সাধারণ ব্যবহৃত ল্যাশিং
৩টি। যথা :- (১) ডায়গোনাল ল্যাশিং (২) স্কয়ার ল্যাশিং (৩) শেয়ার ল্যাশিং।
২৩) প্রাথমিক ছয়টি গেরোর নাম ও
ব্যবহার লিখ।
উত্তর : প্রাথমিক ৬টি গেরো ও তার
ব্যবহার :-
ক্রমিক |
গেরোর নাম |
ব্যবহার |
1 |
রীফ নট বা ডাক্তারি গেরো |
রীফ নট সাধারণত সমান মোটা দুটি দড়ি জোড়া দিতে,
প্যাকেট বা
ব্যান্ডেজ বাঁধতে ব্যবহার করা হয়। |
২ |
ক্লোভ হিচ বা বড়শি গেরো |
কোন দড়ির এক প্রান্তকে কোন
খুঁটিতে বা পোলে বাঁধার জন্য এবং একমাত্র ডায়গোনাল ল্যাশিং ছাড়া অন্যান্য সব
ল্যাশিং শুরু ও শেষ করার সময় ক্লোভহিচ বা বড়শি গেরো ব্যবহার করা হয়। |
৩ |
শীট বেন্ড বা পাল গেরো |
একটি মোটা দড়ির সাথে চিকন দড়ি
জোড়া দেয়ার জন্য শীট বেন্ড ব্যবহার করা হয়। |
৪ |
বোলাইন বা জীবন রক্ষা গেরো |
উদ্ধার কাজ সম্পন্ন করার জন্য
বিশেষ করে রোগীকে উপর থেকে নিচে নামাবার বা নিচ থেকে উপরে তোলা বা পানি থেকে
টেনে বা আগুন থেকে উদ্ধারের জন্য বোলাইন বা জীবন রক্ষা গেরো ব্যবহার করা হয়। |
৫ |
টিম্বার হিচ বা গাছের গুঁড়ি টানা গেরো |
এক বা একাধিক দণ্ডের সাথে অতি
সহজে রশি বাঁধা ও খোলা যায় এবং রশি টানার সাথে সাথে বাঁধন শক্ত হওয়ার জন্য
টিম্বার হিচ ব্যবহার করা হয়। তাছাড়া ডায়গোনাল ল্যাশিং বাঁধার আগে এই হিচ দিয়ে
ল্যাশিং শুরু করতে হয়। ডায়গোনাল ল্যাশিং শেষ করতে হয় ক্লোভ হিচ দিয়ে। |
৬ |
রাউন্ড টার্ন এন্ড টু হাফ হিচেস বা তাঁবু গেরো |
একটি দড়ি বা রশিকে সহজে টেনে এবং
সহজে ঢিলা করে বাঁধার জন্য রাউন্ড টার্ন এন্ড টু হাফ হিচেস বা তাঁবু গেরো
ব্যবহার করা হয়। |
২৪) একটি ট্রাসেল পার্ট তৈরি করতে
কয়টি ল্যাশিং লাগে?
উত্তর : ৯টি।
২৫) ট্রাসেল পার্টে কি কি ল্যাশিং
লাগে?
উত্তর : ৮টি স্কয়ার ল্যাশিং এবং
একটি ডায়াগোনাল ল্যাশিং।
২৬) ট্রাসেল পার্টে কয়টি দড়ি ও কয়টি
বাঁশ লাগে?
উত্তর : ৯টি দড়ি ও ৬টি বাঁশ লাগে।
২৭) পতাকা উওোলনের জন্য কোন গেরো
ব্যবহার করা হয়?
উত্তর : পতাকা উওোলনের জন্য পতাকার
সাথে দড়িতে পাল গেরো এবং দন্ডে বড়শী গেরো ব্যবহার করা হয়।
২৮) দড়ির মুখ বাধঁতে বা প্যাঁচাতে
কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর : হুইপিং ব্যবহার করা হয়।
২৯) ব্যান্ডেজ বাধঁতে কোন গেরো
ব্যবহার করা হয়?
উত্তর : ডাক্তারী গেরো।
৩০) তাঁবুর খুঁটিতে কোন গেরো
ব্যবহার করা হয়?
উত্তর : তাঁবু গেরো বা এ রাউন্ড টার্ন
এন্ড টু হাফ হিচেচ।
৩১) বড়শি বা খুঁটিতে ল্যাশিং বাঁধার
জন্য কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর : বড়শি গেরো বা ক্লোভ হিচ।
৩২) গাছের গুড়ি টানার জন্য কোন গেরো
ব্যবহার করা হয়?
উত্তর : গাছের গুড়ি টানা গেরো বা
টিম্বার হিচ।
৩৩) জীবন রক্ষার জন্য কোন গেরো
ব্যবহার করা হয়?
উত্তর : জীবন রক্ষা গেরো বা বোলাইন।
৩৪) স্কয়ার ল্যাশিং বাধঁতে কোন গেরো
ব্যবহার করা হয়?
উত্তর : বড়শি গেরো বা ক্লোভ হিচ।
৩৫) ডায়গোনাল ল্যাশিং বাধঁতে কোন
গেরো ব্যবহার করা হয়?
উত্তর : গাছের গুড়ি টানা গেরো বা
টিম্বার হিচ।
৩৬) দুটি সমান পুরুত্বের দড়ি জোড়া
দিতে কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর : রীফ নট বা ডাক্তারি গেরো।
৩৭) দুটি অসমান পুরুত্বের দড়ি জোড়া
দিতে কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর : পাল গেরো বা শিট বেন্ড।
৩৮) লাইফ লাইন কাকে বলে?
উত্তর : জীবন রক্ষা গেরোর উপরের
দড়ির স্হির অংশটিকে লাইফ লাইন বলে।
৩৯) ওভার হেড গেরোর ব্যবহার লিখ।
উত্তর : ‘প্রতিদিন কারো না কারো উপকার করতে’ কাব
যে প্রতিজ্ঞা করেছে এই কথাটি মনে করিয়ে দেয়ার জন্য স্কার্ফের প্রান্তে এই গেরোটি
বাঁধা হয়। ইংরেজিতে একে বলে ‘গুড টার্ন নট’ ( Good Turn Knot ) বা সৎকাজের গেরো আবার এই গেরোকে ‘ওভার
হেড গেরো’ বা স্কার্ফের প্রান্ত বাঁধা গেরোও বলে।
৪০) স্কোয়ার বো –র ব্যবহার লিখ।
উত্তর : স্কোয়ার বো দিয়ে জুতার ফিতা বাঁধা হয়
আবার সুন্দর করে প্যাকেটও বাঁধা যায় বিশেষ করে কোন উপহারের প্যাকেট বা বই। এছাড়া
মেয়েদের ফ্রক পরবার সময় কোমরে এবং চুলের ফিতা বাঁধার সময় স্কোয়ার বো দিয়ে ফুল তৈরি
করে ডিজাইন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন