|
চিত্র : গালিনী মুদ্রা |
গালিনী মুদ্রা- করদ্বয় পরস্পর সম্মুখীন করে দক্ষিণ
হস্তের কনিষ্ঠা বাম হস্তের অঙ্গুষ্ঠে এবং
বাম হস্তের কনিষ্ঠা দক্ষিণ হস্তের
অঙ্গুষ্ঠে সংযুক্ত করবে এবং দক্ষিণ হস্তের তর্জনী, মধ্যমা ও অনামিকার সহিত
বামহস্তের অনামিকা, মধ্যমা ও তর্জনী সরলভাবে যোগ করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন