সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

সুনারিয়ায় ডাকে গো- সুনা আইছে লইয়া



সুনারিয়ায় ডাকে গো-  সুনা আইছে লইয়া
লও গো কইন্যার মা ভালা সোনা চাইয়া।

কি বা সোনা লইমু গো পরান যায় ফাটিয়া
কি বা সোনা লইমু গো বুক যায় ফাটিয়া
ছয় বছরের ঝিয়াই আমার খেইড়ে গেছৈন গিয়া।

শাড়িয়ালায় ডাকে গো- শাড়ি আইছে লইয়া
লও গো কইন্যার চাচী ভালা শাড়ি চাইয়া।

কি বা শাড়ি লইমু গো পরান যায় জ্বলিয়া
ছয় বছরের ঝিয়াই আমার খেইড়ে গেছৈন গিয়া।

জুতায়ালায় ডাকে গো- জুতা আইছে লইয়া
লও গো কইন্যার ভৈন ভালা জুতা চাইয়া।

কি বা সোনা লইমু গো পরান যায় ফাটিয়া
কি বা সোনা লইমু গো বুক যায় ফাটিয়া
অবুজ ভৈনাই আমার খেইড়ে গেছৈন গিয়া।
(দিরাই, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন