সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪

হাতি ঘোড়ায় চড়িয়া



হাতি ঘোড়ায় চড়িয়া
দামান্দ আইছইন বা সাজিয়া
কইও দামান্দরে বুঝাইয়া


তুলিয়া আনো গেন্দা ফুল
বান্ধ কইন্যার মাথার চুল
কইও দামান্দরে বুঝাইয়া।

আমার কইন্যার বাপ নাই
শান্তি দিয়া রাখতা গো
কইও দামান্দরে বুঝাইয়া।

আল্লার নামটি লইয়া
কইন্যা দেও গো তুলিয়া
কইও দামান্দরে বুঝাইয়া।

কইন্যার মায়ে কান্দে গো
দামান্দের মায়ে হাসে গো
কইও দামান্দরে বুঝাইয়া।

(দিরাই/ ছাতক/জামালগঞ্জ, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন