দামান্দের মায় জিগাস করইন ও পরানের পুত্রুরে
কাইল যে গেছলায় শ্বশুর বাড়ি রইছলায় কুন্ স্থানে?
রইছলাম রইছলাম মাইজী গো জোড় মন্দির ঘরে
আজব বেলোয়া রইছলা তাইনের মাইজীর কোলে।
দামান্দের চাচীজীয়ে জিগাস করইন ও পরানের ভাউর ছোটারে
কাইল যে গেছলায় শ্বশুর বাড়ি রইছলায় কুন্ স্থানে?
রইছলাম রইছলাম চাচীজী গো জোড় মন্দির ঘরে
আজব বেলোয়া রইছলা তাইনের চাচীজীর কোলে।
দামান্দের দাদীজী জিগাস করইন ও পরানের বান্ধইরে
কাইল যে গেছলায় শ্বশুর বাড়ি রইছলায় কুন্ স্থানে?
রইছলাম রইছলাম দাদীজী গো জোড় মন্দির ঘরে
আজব বেলোয়া রইছলা তাইনের দাদীজীর কোলে।
(জগন্নাথপুর, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন