সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

হাতে লও লিলাই কাডারি মুখে লও লিলাই সুপারি



হাতে লও লিলাই কাডারি মুখে লও লিলাই সুপারি
হাত বাড়াইয়া লও গো লিলাই তোমার বিয়ার কাবিন---- (২)


কাবিন করবাম মিলিয়া, কাবিন করবাম চিনিয়া
আরো ছয়মাস থাকবাম আমি খেইলের জোগাল লৈয়া--- (২)

আমার বাবাজী নিদারুন, টেকা লৈছৈন বাবাজী কি কারণ
আমার বাবাজী নিদয়া, টেকা গো লৈছে বাবাজী কি কৈরা

টেকা গো লৈছি ঝি-ধন তোরে দিতাম বিয়া

কট্টা ভৈরা আনো গো বিষ, খাইয়া মরি গো আমি অচম্বিৎ--- (২)

আমার বাবাজীর দয়া গো মায়া কই গেল রে
আমার প্রাণ পাখি উইড়া যাওরে  ।। --(২)

( ধর্মপাশা, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন