লালপুর থনি ডাকে দামান্দে উচ্চা গলার সুরে
নীলপুর থনি ডাকে দামান্দে চিকন গলার সুরে।।
রাজার ডাক শুনিয়া বিবি কান্দে ঝারে ঝারে
কি লৈয়া যাইতাম আমি রাজার সামনে।
ডাইন হাতে লৈইন গো বিবিয়ে ডাব নাইরলের পানি
বাম হাতে লৈন গো বিবিয়ে আবের পাঙ্খাখানি।।
আইজকে কেনে বিবি গো তোমার ময়লিন মুখখানি
আইজকে কেনে বিবি গো তোমার আউলাইল মাথার বেণী।।
তোমার মায়ের কথায়রে রাজা আউলাইল মাথার বেণী
তোমার ভৈইনের কথায়রে রাজা ময়লিন মুখখানি।।
মাইরে দিমু যমে গো বিবি, ভৈনরে পরের অধীনে
তোমারে বানাইমু গো বিবি বড় ঘরের মল্লানি
তোমারে বানাইমু গো বিবি বড় ঘরের সায়বানি।।
(ছাতক, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন