সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

সামছিঙ্গা চিকনকালা দেইখ্যা আইছি জলে গো



সামছিঙ্গা চিকনকালা দেইখ্যা আইছি জলে গো
আমি আর যাব না এই যমুনার জলে।।


চাচা শ্বশুর জিজ্ঞাস করৈন, কলসি কেনে চে’ফা?
কলসি কলসি ঠেস লাগাইয়া কলসি অইলো চে’ফা।।
আমি আর যাব না জলে গো আর যাব না জলে।

শ্বশুর আমার জিজ্ঞাস করৈন, ঘাটে কেনে দেরি?
হাত মাঞ্জাইলাম পাও মাঞ্জাইলাম কলসিৎ ভরলাম পানি।
আমি আর যাব না জলে গো আর যাব না জলে।

শাশুড়ি আমায় জিজ্ঞাস করৈন, পিঠে কেনে ধুলা?
চিকন কালায় লাগাল পাইয়া করছে উলা-মেলা।
আমি আর যাব না জলে গো আর যাব না জলে।

(জামালগঞ্জ, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন