সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪

ডালা নারে ডালা আমার কাঞ্চল গাছের ডালা



ডালা নারে ডালা আমার কাঞ্চল গাছের ডালা
সকল ডালারে দিছো বিয়া বারা আর কাছে
আমি ডালারে দিছো বিয়া সাত ডাকাতের মুলুকে

ও মায়া গো সাত ডাকাতের মুলুকে---(২) ।।

মা-র পেডের ভাই যায়, ও মায়া; ফির‍্যা ফির‍্যা চায়
চাচার ঘরের ভাই যায়, ও মায়া; উড়াল বৈঠা বায়।।

কাল শ্বশুর নু ঘরে আছে, ও মায়া গো কাল শ্বশুর ঘরে
শ্বশুররে বুঝাইও, ও ঝি-ধন অজুর পানি দিয়া

কাল শশুরী ঘরে আছে ও মায়া কাল শশুরী ঘরে
শশুরীরে বুঝাইও, ও ঝি-ধন কোলের ছাইলা দিয়া

কাল দেওরা যে ঘরে আছে ও মায়া কাল দেওরা ঘরে
দেওরারে যে বুঝাইও, ও ঝি-ধন মুখের হাসি দিয়া

কাল ননদী ঘরে আছে ও মায়া কাল ননদী ঘরে
ননদীরে বুঝাইও, ও ঝি-ধন কুযের শাড়ি দিয়া
 ও মায়া গো কুযের শাড়ি দিয়া।।

কাল স্বামী নু ঘরে আছে, ও মায়া কাল স্বামী যে ঘরে
স্বামীরে বুঝাইও ঝি-ধন হৃদয়ের আদর দিয়া
ও ঝি-ধন হৃদয়ের আদর দিয়া।। (২)

[কাঞ্চল- কাঞ্চন, মায়া- মা ]

(সালমা খানম, শিক্ষিকা, ধর্মপাশা, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন