সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪

পুষ্কুনির চারিপাশে বহুলোকের থানা



পুষ্কুনির চারিপাশে বহুলোকের থানা
আমরা যাইতাম জল ভরাইতে তারাই করে মানা।

কাহার হাতে লোডা ঘডি কাহার হাতে ঝারি
রাধিকা সুন্দরীর কাঙ্খে হীরমঞ্জন কলসী
কাহার পৈরন লাল নীল কাহার পৈরন সাদা
রাধিকা সুন্দরীর পৈরন কৃষ্ণ নামটি লিখা
কেহ হাঁটে ধাইয়া ধাইয়া কেহ হাঁটে রইয়া
রাধিকা সুন্দরী হাঁটে পায়ে চটক দিয়া
কলসী ভরাইয়া থুইলাম তরুল গাছের তলে
আগে যুদি জানতামরে তরুল পরবেরে ঝরিয়া
সকল সখির আঁচল দিয়া রাখিতাম ঢাকিয়া।

(ধর্মপাশা, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন