সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪

ফজরত আলীর বিয়ার মেন্দি



ফজরত আলীর বিয়ার মেন্দি
আছে কুন তালাসে
সব রঙের মেন্দি।।
  (২)
সেইও মেন্দি তুলিতে লাগে
সুনার একখান কুডারে
সব রঙের মেন্দি।।
হাতের মেন্দি ফুডা ফুডা
নখের মেন্দি চডারে
সব রঙের মেন্দি।।
সেই মেন্দি পিশিতে লাগে
সুনার একখান পাডারে
সব রঙের মেন্দি।।
সেই মেন্দি দিতে লাগে
গর্ভ সহ্দর ভবীরে
সব রঙের মেন্দি।।
সেই মেন্দি পরি’ কইন্যা
যাইলো শশুর বাড়িরে
সব রঙের মেন্দি।।
মেন্দি দেইখ্যা জিগায় দুলা
কে বা দিছে মেন্দিরে
সব রঙের মেন্দি।।
ঘরে আছে সুন্দরী ভাবী
সে ও দিছে মেন্দিরে
সব রঙের মেন্দি।।

(সালমা খানম, শিক্ষিকা, ধর্মপাশা, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন