সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪

ফজরে উঠিয়া দামান না খাইন দানা পানি



ফজরে উঠিয়া দামান না খাইন দানা পানি রে
আইজ রাত্রে স্বপ্নে দেখলা কমলা সুন্দরীরে

যদি বাবাজী না করাইন বিয়া কমলা সুন্দরীরে
ছাগল রাইখ্যা খাইমু আমি কমলার বাবার বাড়ি।

যদি চাচাজী না করাইন বিয়া কমলা সুন্দরীরে
গরু রাইখ্যা খাইমু আমি কমলার চাচীজীর বাড়ি।

যদি মাইজী না করাইন বিয়া কমলা সুন্দরীরে
ঘোড়া রাইখ্যা খাইমু আমি কমলার মাইজীর বাড়ি।

যদি ভাইছাবে না করাইন বিয়া কমলা সুন্দরীরে
ভইষ রাইখ্যা খাইমু আমি কমলার ভাইছাবের বাড়ি।
(ছাতক ও জগন্নাথপুর, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন