সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪

কি দিয়া খাবাইতাম বেওয়াইরে



কি দিয়া খাবাইতাম বেওয়াইরে
কি দিয়া খাবাইতাম পুৎরারে

কি দিয়া খাবাইতাম বৈরাতিরে
কি দিয়া খাবাইতাম সোনার ঝিয়ের জামাইরে।

হাতি দিয়া খাবাইমু বেওয়াইরে
ঘোড়া দিয়া খাবাইমু পুৎরারে
ছাগল দিয়া খাবাইমু বৈরাতিরে
গরু দিয়া খাবাইমু সোনার ঝিয়ের জামাইরে।

কোন ঘরে বসাইতাম বেওয়াইরে
কোন ঘরে বসাইতাম পুৎরারে
কোন ঘরে বসাইতাম বৈরাতিরে
কোন ঘরে বসাইতাম সোনার ঝিয়ের জামাইরে?

পছমের ঘরে বসাইমু বেওয়াইরে
পুবের ঘরে বসাইমু পুৎরারে
উৎরের ঘরে বসাইমু বৈরাতিরে
কুঞ্জ ঘরে বসাইমু সোনার ঝিয়ের জামাইরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন