ঝিয়াই নি গো সুন্দরী
মাই চাচীর ঘর আন্ধারী
পরার ঘরে জ্বলে মোমের বাতি।
সকলের আগে উঠিও
সকলের শেষে শুইও
না শুনাইও দয়াল মাইজীরে গালি গো।
সকলের আগে রান্ধিও
সকলের শেষে খাইও
না শুনাইও দয়াল চাচীরে গালি গো।
আ’রির ঘরে না যাইও
প’রির ঘরে না যাইও
না শুনাইও দয়াল ভাবীরে গালি গো।
কচু পাতা যেমন কাঁপে
মাইজীর পরাণ তেমন কাঁপে
না জানি তোর শাশুড়ি কি জল্লাজনী গো।
(দিরাই, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন