সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪

জরির জুতা পায়ে দিয়া দামান যাইন



জরির জুতা পায়ে দিয়া দামান যাইন ফুলের তলে
লং ও এলাচি ফুল ফোটে আড়ে আড়ে

দারুণ বেলোয়ার ফুল ফোটে নিশাকালে।

লাল লাল মুরলী বাঁশি ছাবাল দামান্দের হাতে
সেই না বাঁশি বাজাইন দামান্দে দুরোই শ্বশুর দেশে।
বাঁশির সুর শুনিয়া কইন্যা সামাইলা আন্দরে

দেখা দেও গো আজব কইন্যা দেখা দেও আমারে
কত টেকার অলংকার অইলে শোভিব তোমারে?
লক্ষ টেকার অলংকার অইলে শোভিব তোমারে।

(জগন্নাথপুর ও সদর, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন