সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

কালা কচুর ধলা মাইঞ্জী



কালা কচুর ধলা মাইঞ্জী
 উনাই দুনাই পড়ে গো ওগো রাই

হাওয়া খাইতা যাইননি বুবাই
বটবৃক্ষের তলে গো ওগো রাই।
ভিন দেশি ছিফাই দুলা যাইতে
উড়িয়া নজর পড়ে গো ওগো রাই।
থাবড়ি মারি তুলিয়া আনলা
লাল ঘোড়ার উপরে গো ওগো রাই।
আইনছি মাই গো ছুরত বেলোয়ারে
সাত দিনের উপাসী গো ওগো রাই।
খাবাও মাই গো ছুরত বেলোয়ারে
সাত গাভীর দুধ গো ওগো রাই।
কান্দিছইন বেলোয়ায় ভাঙ্গিছইন গলা
আউলাইছইন মাথার কেশ গো ওগো রাই।

(ছাতক ও সদর, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন