ছিলোটিয়া নজিরাই বেতের বান্দিল পাঙ্খারে
সেই না পাঙ্খা হাতে লইয়া বাবুর বাড়ি ধাইতারে।
মাইজী বারাইয়া জিগাইন, ও পরানের বাচারে
কার ঘরের তোতা-ময়না জোড় ভাঙ্গিয়া আনছরে?
আনছি আনছি মাইজী গো তোমার খেজমতের লাগি গো।
ছিলোটিয়া নজিরাই বেতের বান্দিল পাঙ্খারে
সেই না পাঙ্খা হাতে লইয়া বাবুর বাড়ি ধাইতারে।
চাচীয়ে বারাইয়া জিগাইন, ও পরানের বাচারে
কার ঘরের কইতরের জোড় ভাঙ্গিয়া আনছরে?
আনছি আনছি চাচীগো তোমার উন্ধালর সুন্দর গো।
ছিলোটিয়া নজিরাই বেতের বান্দিল পাঙ্খারে
সেই না পাঙ্খা হাতে লইয়া বাবুর বাড়ি ধাইতারে।
বাবাজী বারাইয়া জিগাইন, ও পরানের বাচারে
কার ঘরের ময়না পাখির জোড় ভাঙ্গিয়া আনছরে?
আনছি আনছি বাবাজী তোমার খেজমতের লাগি গো।
(ছাতক, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন