সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪

লাল ঘোড়া ছুপারী দামান ভালা যাইতে




লাল ঘোড়া ছুপারী দামান ভালা যাইতে
লীল ঘোড়া ছুপারী দামান ভালা যাইতে

পন্থে পাইলা নালিতা শাক  ভালা খাইতে।

তুলইন শাক একগোছা দুইগোছা করিয়া
বাছইন শাক একগোছা দুইগোছা করিয়া।

লাল ঘোড়া ছুপারী দামান ভালা যাইতে
লীল ঘোড়া ছুপারী দামান ভালা যাইতে
পন্থে পাইলা নালিতা শাক  ভালা খাইতে।

পলইন শাক ভালা করি দেখিয়া
রান্ধইন শাক সোনালি ঘি এর বাগার দিয়া।

লাল ঘোড়া ছুপারী দামান ভালা যাইতে
লীল ঘোড়া ছুপারী দামান ভালা যাইতে
পন্থে পাইলা নালিতা শাক  ভালা খাইতে।

খাইলা শাক বিদেশী উকিল-মুক্তার লইয়া
খাইলা শাক সুন্দরী কমলারে লইয়া।

(ছাতক, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন