সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

লঞ্চ চলে ধীরে ধীরে



লঞ্চ চলে ধীরে ধীরে
মোটর চলে পলকে
মোটরের ভিতর সামাইয়া দেখ
কিসের বাজনা বাজে


পরার মাইরে মাইজী ডাকলে
 হৃদয়ের আগুন জ্বলে
নিজের মাইজীরে মাইজী ডাকলে
টানদি লইবা কোলে।

পরার চাচীরে চাচী ডাকলে
হৃদয়ের আগুন জ্বলে
নিজের চাচীরে চাচী ডাকলে
টানদি লইবা কোলে।।

পরার বাবাজীরে বাবাজী ডাকলে
হৃদয়ের আগুন জ্বলে
নিজের বাবাজীরে বাবাজী ডাকলে
টানদি লইবা কোলে।।

লঞ্চ চলে ধীরে ধীরে
মোটর চলে পলকে
মোটরের ভিতর সামাইয়া দেখ
কিসের বাজনা বাজে
কিসের বাজনা বাজে
কিসের বাজনা বাজে।।

(দিরাই, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন