সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

আ’ট্টিয়া (হাট্টিয়া) যাইতে পন্থে দুলা



আ’ট্টিয়া (হাট্টিয়া) যাইতে পন্থে দুলা
রইদে পেরেশান অইলা না রে (হইলা না রে)

বসিয়া জিরান লইলা
চিকন চাম্পার তলে না রে।
চিকন চাম্পা রেণু রে
ঝলকিয়া ঝলকিয়া পড়ে রে
ঝরিয়া পড়ে দামান্দের সে-ও
 রঙ্গিন মন দিছেনা রে।
কামার কামার ডাকইন রে
কামারনি আছইন ঘরে রে
এমন কাঠারী বানাইয়া দিবায়
গলায় মিশিয়া যাইত রে।
মাইজী মাইজী ডাকইন রে
মাইজী নি আছইন ঘরে রে
বা’রাইলা মাইজী পাগলিনী বেশে না রে।
খুশির বিদায় দেও গো মাইজী
যাইতাম শ্বশুর দেশে না রে।

(দিরাই/জগন্নাথপুর, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন