সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

সাধু যে যাইতায় রে




সাধু যে যাইতায় রে ছয় মাসের বাণিজ্যে রে
আমার লাগি কিইন্যা (কিনিয়া) আনবায় উচা গাছের গুটা রে।


সাধু যে যাইতায় রে ছয় মাসের বাণিজ্যে রে
আমার লাগি কিইন্যা (কিনিয়া) আনবায় আকাশেরই তারা রে।

সাধু যে যাইতায় রে ছয় মাসের বাণিজ্যে রে
আমার লাগি কিইন্যা (কিনিয়া) আনবায় মন মন একখান কথা রে।

ছয় মাস বাণিজ্য শেষে সাধু আইলা ফিরে রে
মাথা নিচু কইরা (করিয়া) কইলা তোমার জিনিস পাইনি রে।

রাজার ঐ না ছেলে রে এত বোকা তুমি রে
গুয়ারে কইছি আমি উচা গাছের গুটা রে।

রাজার ঐ না ছেলে রে এত বোকা তুমি রে
পানরে কইছি আমি আকাশেরই তারা রে।

রাজার ঐ না ছেলে রে এত বোকা তুমি রে
পালংরে কইছি আমি মন মন একখান কথা রে।

(দিরাই, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন