মায় কান্দে রে ঘরের কোনায় বইয়া
এমন সুন্দর ময়না আমার কেমনে দিতাম বিয়া
।
ময়না গেলে পরের ঘরে আমরা করাম কি
কেমন করে খাইমু মোরা ময়নার রাখা ঘি।
ছাইলা হইলে ময়না আমার থাকত আরাম করে
মোমের বাতি জ্বলত সদা এই অভাগীর ঘরে।
এমন সুন্দর ময়না আমার যাইত না পরের ঘর।
(ধর্মপাশা, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন