সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪

ডাক গো কইন্যার মারে



ডাক গো কইন্যার মারে খুলতা সোয়া কুড়া
কইন্যারে গোসল করাইতাম জল তুলতে যাই আমরা।

আজ আসিবে দামান রাজা নিতে কইন্যা তুইল্যা
আমরা দেখবো যে তাকাইয়া।
যাইতা কইন্যা শ্বশুর বাড়ি কান্দিয়া কান্দিয়া।

গায়ে হলুদ দিয়া কইন্যা গোসল করায়
সবাই ধামালী খেলায়
শাড়ি-ব্লাউজ দিয়া সবাই কইন্যারে সাজায়রে।

হাতে দিলা হাত বালা গলায় চন্দ্রহার
কইন্যা দেখতে কি বাহার
মাথায় দিলা টিকলী কইন্যার কানে যে ঝুমকারে।

দামান্দে তাকাইয়া বলবে আহা কি সুন্দর
কইন্যা দেখতে কি সুন্দর
পূর্ণিমার চন্দ্র যেমন হইল উদয়রে।

(জগন্নাথপুর ছাতক ও দিরাই, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন