সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪

নয়া জামাই ধীরে ধীরে খাইও



নয়া জামাই ধীরে ধীরে খাইও
চিতল মাছের কাটা গলায় লাগাইবায় চাইও।

থালের ভাত লাড়ো চাড়ো আশে পাশে চাও
কেউ না চাইলে বুঝি টপ টপাইয়া খাও।
আমরা আর চাইব না যত পারো খাও
কাড়া কাটিয়া বুজাই দেও পইঞ্চাশ মনা নাও।
কইন্যার ভাইয়ের বধূ গেলা মাছের ভাজা লইয়া
থালে দিবার আগে নিলো থাপা দিয়া।
মাছের ভাজা খাইয়া বেটা জিফরা লাড়ে চাড়ে
আরেকখান ভাঙ্গা ভাজার লাগি জোড় হাত করে।

(দিরাই, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন