সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪

তোর রূপ দেখিয়া বালি বড় লাগে দয়া



তোর রূপ দেখিয়া বালি বড় লাগে দয়া
ইঙ্গুল বিঙ্গুল ঘরের মাঝের কুঠায় বসিয়া

পাশা খেলাইন বা দামান্দে বিবি সামনে লইয়া।

তোর রূপ দেখিয়া বালি বড় লাগে দয়া
কি বুক বান্ধিয়া দিলা তোর বাপে বিয়া
কি বুক বান্ধিয়া দিলা তোর মায়ে দয়া।

যেই সময দয়াল বাবায় সোনা লইছইন ইছিয়া
সেই সময় দয়াল বাবায় পাষাণে বানছইন হিয়া।

যেই সময দয়াল মায়ে শাড়ি লইছইন ইছিয়া
সেই সময় দয়াল মায়ে পাষাণে বানছইন হিয়া।

যেই সময দয়াল ভাইয়ে জুতা লইছইন ইছিয়া
সেই সময় দয়াল ভাইয়ে পাষাণে বানছইন হিয়া।


(দোয়ারা বাজার, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন