সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪

এ’ভুলা গাঙ্গে বেভুলা পানি



এ’ভুলা গাঙ্গে বেভুলা পানি
রাজা, এলাচির গাঙ্গে খেওয়া

মশারির ভিতরে ছাবাল ঝিয়াই কান্দে রাজারে
রাজা, পাষাণে বুক ভাসে
রাজা, বিদোরে বুক ভাসে

হাতে হাতে ধরি জিজ্ঞাসা করইন বালি গো
বালি, কিসের দুখ উঠিয়াছে মনে?

ই’য়া (হিয়া) মোর জ্বলে, কলিজা মোর পুড়ে রাজারে
রাজা, মাই চাচী দেখিবার লাগি
রাজা, বাপ চাচা দেখিবার লাগি।

কালকে ফজরে জোড় পালকী সাজাইমু বালি গো
বালি, মাই চাচী দেখাইমু তোরে গো
বালি, বাপ চাচা দেখাইমু তোরে।

(ছাতক, ও সদর, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন