সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪

উঠ উঠ বালি গো বান্ধ মাথার কেশ গো




উঠ উঠ বালি গো বান্ধ মাথার কেশ গো

না উঠিমু ওরে রাজা না বান্ধিমু কেশ রে।


বিছানারত্তি বিবিয়ে মাঙ্গইন নামে ভিংরাজ ফুল গো
বিছানার বিবিয়ে মাঙ্গইন হায়দর মালীর ফুল।

এই কথা শুনিয়া রাজায় মন মলিন করলা গো
ঘুরিয়া গাড়ি চলিয়া গেলা ঢাকার শহর গো
ইছিয়া বাছিয়া খরিদ করলা নামে ভিংরাজ ফুল গো।

ঘুরিয়া গাড়ি চলিয়া গেলা রাজা সিলেটের বন্দর গো
ইছিয়া বাছিয়া খরিদ করলা নামে হায়দর মালীর ফুল গো।

নেও নেও বিবি তোমার নামে ভিংরাজ ফুল গো
নেও নেও বিবি তোমার হায়দর মালীর ফুল গো।

(তাহিরপুর ও দোয়ারাবাজার, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন