আবাহনী মুদ্রা |
(১) আবাহনী- উভয়
হস্তে অঞ্জলিবন্ধন পূর্বক উভয় হস্তের অনামিকার মূল পর্বে অঙ্গুষ্ঠদ্বয় যোগ করে
ঊর্ধ্ব থেকে নিম্নে আনয়ন করলে আবাহনী মুদ্রা হয়।
সংস্থাপনী মুদ্রা |
(৩) সন্নিধাপনী- উভয়
হস্ত মুষ্টিবন্ধনপূর্বক যোগ করে অঙ্গুষ্ঠদ্বয় যোগ করলেই সন্নিধাপনী মুদ্রা হয়।
সন্নিরোধনী মুদ্রা |
(৪) সন্নিরোধনী- ঐ
মুদ্রার উভয় হস্তের অঙ্গুষ্ঠদ্বয় অন্তঃপ্রবিষ্ট করলেই সন্নিরোধনী মুদ্রা হয়।
সম্মুখীকরণী মুদ্রা |
(৫) সম্মুখীকরণী- ঐ
সন্নিরোধনী মুদ্রার মুষ্টিদ্বয় উত্তান করলেই সম্মুখীকরণী মুদ্রা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন