কালা বাইঙ্গনের ধলা ফুল রুমালে গেথিয়া তুল
কইন্যা লো তোর দয়ার (দয়াল) মাইজীর মায়া তুল
।
আমার মাইজীয়ে পালিছলা দুধ কলা খাওয়াইয়া
তোর থাকি অধিক মায়া আমার মাইজীর লাগিয়া।
কালা বাইঙ্গনের ধলা ফুল রুমালে গেথিয়া তুল
কইন্যা লো তোর ভাই-ভনির মায়া তুল।
আমার ভাই-ভইনে পালিছলা নিজে না খাইয়া
তোর থাকি অধিক মায়া আমার ভাই-ভনির লাগিয়া।
কালা বাইঙ্গনের ধলা ফুল রুমালে গেথিয়া তুল
কইন্যা লো তোর দয়ার (দয়াল) বাবাজীর মায়া তুল।
আমার বাবাজীয়ে পালিছলা রাজার চাকরী করিয়া
তোরও থাকি অধিক মায়া আমার বাবাজীর লাগিয়া।
(সদর, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন