সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

গাঙ্গে যেন উঠেরে ছিনাই না দিয়াছে ঝাড়ু




গাঙ্গে যেন উঠেরে ছিনাই না দিয়াছে ঝাড়ু
সেই না মতে ফুইট্যা রইছে কুসুম ফুলের রেণু
পাশা খেলাও না রে

পাশা যে খেলিতায় বা দামান্দ ঝাড়িয়া বান্ধ পাগড়ী
ঝাড়িয়া ঝুড়িয়া বান্ধ ইঙ্গুল মাথার পাগড়ী
পাশা খেলাও না রে

পাশা যে খেলিতায় গো কইন্যা ঝাইড়া বান্ধ কেশ
ঝাড়িয়া ঝুড়িয়া বান্ধ ইঙ্গুল মাথার কেশ
পাশা খেলাও না রে।

পাশা যে খেলিতায় বা দামান্দ কি করিবায় দান?
আমি যদি হারি গো কইন্যা করব সোনার নেকলেচ দান।
পাশা খেলাও না রে।

পাশা যে খেলিতায় গো কইন্যা কি করিবায় দান?
আমি যদি হারি বা দামান্দ করমু নয়া যৈবন দান।
পাশা খেলাও না রে।

(দিরাই, ও সদর, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন