সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪

বাবাজীর ঘরে হামাইয়া কইন্যায় কান্দইন জারে জারে




বাবাজীর ঘরে হামাইয়া কইন্যায় কান্দইন জারে জারে
বাবাজীর আহ্লাদের ঝিয়াই মাইজীর পরানী রে।

কেমনে দিতা পরানের ঝিয়াই পরের ঘরে তুইলা রে।

চাচাজীর ঘরে হামাইয়া কইন্যায় কান্দইন জারে জারে
চাচাজীর আহ্লাদের ভাতিঝি চাচীজীর পরানী রে।
কেমনে দিতা পরানের ভাতিঝি পরের ঘরে তুইলা রে।

ভাইর ঘরে হামাইয়া কইন্যায় কান্দইন জারে জারে
ভাইয়ের আহ্লাদের ভইন ভাবীর পরানী রে।
কেমনে দিতা পরানের ভইনরে পরের ঘরে তুইলা রে।

দাদাজীর ঘরে হামাইয়া কইন্যায় কান্দইন জারে জারে
দাদাজীর আহ্লাদের নাতিন দাদীর পরানী রে।
কেমনে দিতা এত মায়ার নাতিন পরের ঘরে তুইলা রে।

(ছাতক, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন