সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪

হাতে কাটুরী নিয়া বা দামান্দে যাইতা



হাতে কাটুরী নিয়া বা দামান্দে যাইতা শ্বশুর দেশে
ইচ্ছা করি কাটোইন দামান্দে বেতের বাঁশের মোড়া

হাতে তুলোইন খলি বা দামান্দে দাঁতে তুলোইন বেত
সেই না বেত দিয়া বা দামান্দে বানাইছে আবের ঐ না পাঙ্খা।

পাঙ্খার কিনারে লেখোইন বা দামান্দে বড় শখের জোড়া
সেই না পাঙ্খা বেচোইন বা দামান্দে দূর শ্বশুর দেশে।

সেই না পাঙ্খা দেইখ্যা কইন্যার আম্মায় কান্দোইন বারে বার
এত দূরে কইন্যারে বিয়া দিয়া থাকতাম কেমনে রে

সাক্ষী থাইকো চন্দ্র সূর্য সাক্ষী থাইকো তুমরা
কইন্যার আম্মায় করছইন ওয়াদা মেয়েরে দিবা বিয়া।

(দিরাই, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন