লেম্বু রইলা দামান্দে আনন্দে
লেম্বু রইলা দামান্দে বিনন্দে
লেম্বু রইলা দামান্দে বড় ঘরের ছামনে।
কাচা লেম্বু আমার পাইড়ো না
পাকনা লেম্বু আমার ছইও না
পাকলে যাইতো লেম্বু দুরই শ্বশুর দেশে।
সেই না লেম্বু দামান্দে পাড়িলা
সুনার বাটায় লেম্বু ভরিলা
সেই না লেম্বু দিলা দুরই ম্বশুর দেশে
সেই না লেম্বু দিলা নবীন শ্বশুর দেশে।
(দিরাই, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন