মেঘ না আন্ধাইরা রাত্রি গাঙ্গে নয়া পানি
অস্তে ধীরে বাওরে মাঝি ভাই
মাইজীর কান্দন শুনি।
আমার মাইজীর কান্দন বা মাঝি ভাই
ময়না পাখির বুলি।
মেঘ না আন্ধাইরা রাত্রি গাঙ্গে নয়া পানি
অস্তে ধীরে বাওরে মাঝি ভাই
বাবার কান্দন শুনি।
আমার বাবার কান্দন বা মাঝি ভাই
তোতা পাখির বুলি।
মেঘ না আন্ধাইরা রাত্রি গাঙ্গে নয়া পানি
অস্তে ধীরে বাওরে মাঝি ভাই
চাচার কান্দন শুনি।
আমার চাচার কান্দন বা মাঝি ভাই
কুকিলের বুলি।
(জামালগঞ্জ ও সদর, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন