সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭

ছোট ছোট দুটো পা (Chhoto chhoto duto paa) - Lyrics: Atul Mondal, melody: Pratul Mukhopadhay


ছোট ছোট দুটো পা (Chhoto chhoto duto paa) - Lyrics: Atul Mondal, melody: Pratul Mukhopadhay

কথাঃ অসীম মন্ডল, প্রতুল মুখোপাধ্যায়
সুর ও কন্ঠঃ প্রতুল মুখোপাধ্যায়

ছোট ছোট দুটো পা, ছোট দুই হাত
দু'টাকায় খেটে খায় ভোর থেকে রাত।।

অবাক পৃথিবী! অবাক করলে তুমি (Obak Prithibi! Obak Korle tumi)


অবাক পৃথিবী! অবাক করলে তুমি (Obak Prithibi! Obak Korle tumi)

কথা: সুকান্ত ভট্টাচার্য্য
সুর: সলীল চৌধুরী

অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭

আলিয়াপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহুবল উপজেলা, হবিগঞ্জ

আলিয়াপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহুবল উপজেলা, হবিগঞ্জ, যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হোস্টেল সুবিধা রয়েছে।

সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট অঞ্চলের হিন্দু বিবাহের প্রথা ও আচার-অনুষ্ঠান



সিলেট অঞ্চলের হিন্দু বিবাহের প্রথা ও আচার-অনুষ্ঠান
নির্মল চন্দ্র শর্মা, ইন্সট্রাকটর, পিটিআই সুনামগঞ্জ। মোবাইল ফোন : ০১৭২০৮৪৯৭২৩
Email : nirmalsharma_61@yahoo.com, nspti61@gmail.com

হিন্দুধর্মে বিবাহ একটি আবশ্যক ধর্মীয় অনুষ্ঠান; ধর্মীয় আচরণ । মানুষকে বিশুদ্ধকরণ তথা পাপমুক্ত করার জন্য হিন্দুদের যে দশবিধ সংস্কার আছে, তার মধ্যে বিবাহ হচ্ছে দশম বা শেষ সংস্কার। বিবাহের দ্বারা স্ত্রীলোকের কুলসম্পর্কের চ্যুতি ঘটে। গোত্রদ্বারাই হিন্দুদের কুল সম্পর্ক সূচিত হয়। বিবাহ দ্বারা স্ত্রীলোক পিতৃকুলের গোত্র ছিন্ন করে স্বামীকুলের গোত্র গ্রহণ করে। তাই হিন্দু নারীর পক্ষে জীবনের চরম সন্ধিক্ষণ হচ্ছে বিবাহ। এই সন্ধিক্ষণে যাতে কোন বাধাবিপত্তি না ঘটে তার উদ্দেশ্যেই বিবাহ ব্যাপারে হিন্দুদের নানা আচার-অনুষ্ঠানের অনুবর্তী হতে হয়। এই আচার-অনুষ্ঠানকে দু’ভাগে ভাগ করা যেতে পারে- স্ত্রী আচার ও পুরোহিত কর্তৃক সম্পাদিত ধর্মীয় আচার। স্ত্রী আচার কেবলমাত্র সধবা মহিলাদের দ্বারাই সম্পাদিত হয়। মেয়েলী সমাজে পুরোহিত কর্তৃক সম্পাদিত ধর্মীয় আচারের চেয়ে স্ত্রী আচারের উপর বেশি জোর দেয়া হয়। তাদের বিশ্বাস এগুলোয় কোন ত্রুটি-বিচ্যুতি ঘটলে বর-কনে উভয়েরই অমঙ্গল ঘটবে। বিশেষ করে বিবাহকালে যত রকমের বাধাবিপত্তি ঘটতে পারে সেগুলোকে প্রতিহত করাই হচ্ছে স্ত্রী আচারসমূহের উদ্দেশ্য। পুরোহিত কর্তৃক সম্পাদিত অনুষ্ঠানগুলোতে এধরনের উদ্দেশ্য থাকলেও বিবাহের অবিচ্ছেদ্য সম্পর্ককে পবিত্রীকৃত করাই এক্ষেত্রে প্রাধান্য পায়।

বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

প্রাথমিক প্রতিবিধানের নিমিত্ত কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া

কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া

প্রাথমিক প্রতিবিধানের নিমিত্ত রোগী বহন

রোগী বহন
রোগী বহন :  রোগীকে স্থানান্তরিত করা বা বহন করা প্রাথমিক প্রতিবিধানকারীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সুতরাং, প্রাথমিক প্রতিবিধানকারীকে অবশ্যই রোগী বহন পদ্ধতি জানতে হয়। প্রাথমিক প্রতিবিধানের ক্ষেত্রে সবচেয়ে অসুবিধাজনক ব্যাপার হলো কোথায়, কি অবস্থায় কি ধরণের রোগী পাওয়া যাবে আর হাতের কাছে কি ধরণের বাহন ব্যবস্থা থাকবে তা কেউ বলতে পারে না। তাই একজন প্রাথমিক প্রতিবিধানকারী স্কাউটকে হতে হবে অত্যন্ত দক্ষ। অবস্থার নিরীখেই তাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আঘাতের ধরণ বা রোগীর অবস্থা আঘাতের গুরুত্ব, কতজন নির্ভর যোগ্য সাহায্যকারী পাওয়া যাবে, ঘটনাস্থল থেকে যেখানে স্থানান্তরিত করা হবে তার দুরত্ব, পথের অবস্থা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে বহন পদ্ধতি নিরুপন করতে হবে। নিম্নে রোগী বহনের সহজ এবং সাধারণ কয়েকটি নিয়ম বা পদ্ধতি দেয়া হলো।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

উদ্ধার কাজ



উদ্ধার কাজ
যে কোন দুর্ঘটনার কবল থেকে পরিত্রাণ করার কৌশল কে উদ্ধার কাজ বলা হয়। স্কাউটদের  উদ্ধারকাজে পারদর্শিতা করে তোলার জন্য বিশেষ করে আগুন ও পানি থেকে উদ্ধার করার কৌশল আয়ত্ব করানো হয়ে থাকে।

শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭

খনার বচন


                  খনার বচন

      গাছ যদি হয় তাজা মোটা                         
          তাড়াতাড়ি ধরবে গোটা।

কাব স্কাউটস এর প্রয়োজনীয় দু’টি অনুষ্ঠান

কাব স্কাউটস এর প্রয়োজনীয় দু’টি অনুষ্ঠান
 (ক) কাব স্কাউটস এর দীক্ষাদান অনুষ্ঠান
          দীক্ষা অনুষ্ঠান একজন নবাগতের জন্য কাব স্কাউট জীবনের প্রবেশদ্বার। নবাগত হিসেবে একজন বালক/বালিকা সদস্য ব্যাজের বিষয় তিনমাস প্রশিক্ষণ গ্রহণের পর সে কাবিং এর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাব প্রতিজ্ঞা ও আইন তার দৈনন্দিন জীবনে  বাস্তবায়নে অভ্যস্ত হয়ে পড়লেই দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্কাউট আন্দোলনের একজন সক্রিয় সদস্য হিসেবে বরণ করে নেয়া হয়। আনুষ্ঠানিকভাবে দীক্ষা গ্রহণের পূর্ব মহুর্ত পর্যন্ত কোন নবাগত স্কার্ফ ও ব্যাজ পতে পারে না এবং নিজেকে একজন কাব স্কাউট হিসেবে দাবী করতে পারে না।

কাব স্কাউটস স্কিল আইটেম : ব্যাঙের নাচ

কাব স্কাউটস স্কিল আইটেম : ব্যাঙের নাচ

গান

ওরে ও কোলাব্যাঙ
দেখেছি দেখেছি তোমার
লম্বা দুটো ঠ্যাঙ।

ওরে ও কোলাব্যাঙ
বাবুদের তালপুকুরে
হাবুদের ডালকুকুরে
শুনেছি রাতদুপুরে
ডাকছ তুমি উচ্চস্বরে
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ।
ওরে ও কোলাব্যাঙ।

পাত্রছাড়া রান্না (ব্যাক উডসম্যান কুকিং)

পাত্রছাড়া রান্না (ব্যাক উডসম্যান কুকিং)
ব্যাক উডসম্যানদের অনুকরণে পাত্র ছাড়া রান্নার কৌশল :
রুটি তৈরি করা :
রুটি, তরকারি ও মাংস রান্না তাঁবু জীবনের একটি অপরিহার্য অংশ। রুটি তৈরি করার প্রচলিত নিয়ম হলো- ময়দার সাথে প্রয়োজনমত লব এবং বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে। এইবার প্রয়োজন মত পানি নিয়ে মাখিয়ে নিলে একতাল খামীর প্রস্তুত হবে। নতুন ময়দা কিছুটা হাতে লাগিয়ে নিলে উহাতে খামীর আটকে যাবে না। বারবার হাত চাপড়িয়ে এর দ্বারা একটি বড় রুটি বা অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র রুটি তৈরি করা যায়। তারপর আগুনের কিছুটা অংশ থেকে অঙ্গা, ছাই ইত্যাদি সরিয়ে রুটিগুলি গরম মাটিতে রাখতে হবে। এর চারিদিকে গরম ছাই জড়ো করে দিলেই রুটি ছেকা হতে থাকবে। এই উপায়ে পাত্র ছাড়া রুটি তৈরি করা যায়।

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭

মার্চ পাস্ট (March Past)

মার্চ পাস্ট (March Past)

ব্যক্তিগত স্বাস্থ্য ও দলীয় শৃঙ্খলা রক্ষার্থে মার্চ পাস্টের প্রয়োজনীয়তা রয়েছে। দেশে বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীতে মার্চ পাস্ট এক নম্বরের আবশ্যিক বিষয় হিসেবে গণ্য করা হয়। স্কাউটের বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের সম্মান প্রদর্শনের জন্য মার্চ পাস্টের প্রচলন রয়েছে। এটা নিয়মিত অনুশীলন করতে হয়। ইউনিট লিডারগণ ভুলে গেলে কোন অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে দলের স্কাউটদের অনুশীলন করানো উচিত। এ ব্যাপারে অবসরপ্রাপ্ত সৈনিকদের সাহায্য নেয়া যেতে পারে।

কাব স্কাউটসের কয়েকটি পারদর্শিতা ব্যাজ সমাধান

কাব স্কাউটসের কয়েকটি পারদর্শিতা ব্যাজ সমাধান
পারদর্শিতা ব্যাজ :  খেলনা তৈরি

খেলনা তৈরি : শিশুরা খেলনা নিয়ে খেলতে ভালবাসে। নিজেদের খেলনা নিজেরা তৈরি করেও প্রচুর আনন্দ পেয়ে থাকে। প্রশিক্ষণ সহযোগিতা এবং একটু চেষ্টা করলেই কাবেরা নিজেদের খেলনা সহজেই তৈরি করতে পারে। কাবেরা ‘‘খেলনা তৈরি’’ পারদর্শিতা ব্যাজটি তারা ব্যাজ স্তরে অর্জন করতে হয়। এ ব্যাজটি অর্জন করতে হলে নিম্নলিখিত খেলনাসমূহ তৈরি করা শিখতে হয়।

ক) একটি ঘুড়ি/কাপড়ের পুতুলতৈরি করতে পারা;
খ) কাগজের ফুল তৈরি করতে পারা;
গ) যে কোন জিনিসের সাহায্যে ২টি খেলনা তৈরি করতে পারা

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

গ্যাজেট



গ্যাজেট তৈরি :  তাঁবুবাস যেহেতু স্কাউটিং এর একটি বড় অধ্যায় সুতরাং তাঁবুবাসকে যথাযথভাবে বসবাস উপযোগী করে তোলার বিষয়গুলো আমাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁবুতে বসবাসকালে বাড়ীতে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র না থাকলেও স্কাউটরা তাঁবু বাসের জন্য নিজেদের হাতের কাছে যে সকল উপকরণ পায় সেগুলোর  সাহায্যে তারা প্রয়োজনীয় আসবাবপত্র তৈরী করে বসবাস উপযোগী করে নেয়। এরূপ তৈরি বিকল্প আসবাবপত্রকে গ্যাজেট বলে। 

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

কাব স্কাউটসদের সাধারণ রান্না

সাধারণ রান্না
ভূমিকা :  রান্না স্কাউটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বিষয় হিসাবে স্থান পেয়ে আসছে। রান্নার মাধ্যমে স্কাউটরা দলীয় চেতনায় উদ্বুদ্ধ হয়। রান্নার কাজকর্মগুলি ভাগাভাগি করে সকলে মিলেমিশে করে বলে দলীয় চেতনা বিকাশ লাভ করে। রান্না স্কাউটদের জীবনে প্রতি ক্ষেত্রেই উপকারে আসে। রান্নার মাধ্যমেই ভ্রাতৃত্ববোধ, পরস্পরের প্রতি পরস্পরের সাহায্য ও সহযোগিতার মনোভাব গড়ে উঠে এবং এর মাধ্যমে স্কাউটরা আত্মনির্ভরশীল হয় উঠে। কাজেই তাদের রান্নার উপকরণ, দলীয় উপকরণ, খাদ্য তালিকা প্রস্তত ও অন্যানা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন প্রয়োজন। তাছাড়া ব্যাক উডসম্যানদের অনুকরণে পাত্র ছাড়া রান্নার বিভিন্ন কৌশল রপ্ত করে দক্ষ হয়ে উঠে এবং প্রয়োজনে প্রয়োগ করতে পারে।

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

শের শায়েরী

১.
চনমনে ইখতলাতে রঙো বুঁ সে বাৎ বন্তি হ্যায়
হামই হাম হ্যায় তো কেয়া হাম হ্যায়
তুমহি তুম হো তো কেয়া তুম হো। - সারসার সালানী

অনুবাদ- বাগানে যে ফুল ফোটে রঙ আর সুরভির মিলনেই তার সার্থকতা। তেমনি আমাদের দু’জনের মিলনেই আমাদের চরম মূল্যায়ন, আমাদের জীবনের পূর্ণতা। একা আমি তো অসম্পূর্ণ, একা তুমিও নেহাতই মূল্যহীনা।

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

স্বাস্থ্য রক্ষায় বিপি-র ছয়টি পি-টি

স্বাস্থ্য রক্ষায় বিপি-র ছয়টি পি-টি
          স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল (বিপি) খুব সহজ ছয়টি পিটি চালু করেন। সকল বয়সের মানুয়ের জন্য এটা উপযোগী। এমন কি দুর্বল ও ছোট বালকও বিপি পিটি করতে পারে। প্রতিদিন বিপি পিটি অনুশীলনের মাধ্যমে সে নিজেকে শক্তিশালী ও স্বাস্থ্যবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। পিটিগুলো মাত্র ১০ মিনিট সময় নেয় এবং কোন প্রকার যন্ত্রপাতির আবশ্যক হয় না।

কনুই ( Elbow) ব্যান্ডেজ

কনুই (  Elbow) ব্যান্ডেজ

উপকরণ :  ৩৮ ইঞ্চি করে সমদ্বিবাহু বিশিষ্ট ত্রিকোণী কাপড়ের ব্যান্ডেজ।

ব্যান্ডেজ বাঁধার কৌশল :  রোগীর আহত কনুইটি অনুমান এক সমকোণের সমান ভাঁজ করে একটি ত্রিকোণী ব্যান্ডেজের ভূমিতে  কিঞ্চিত ভাঁজ দিয়ে আহত কনুইর উপর এমনভাবে স্থাপন করতে হবে যেন ব্যান্ডেজের  শীর্ষ উর্ধ্ববাহুর মধ্যভাগ পার হয়ে থাকে।

হাঁটুর ( Knee ) ব্যান্ডেজ

হাঁটুর ( Knee ) ব্যান্ডেজ


উপকরণ : ৩৮ ইঞ্চি করে সমদ্বিবাহু বিশিষ্ট ত্রিকোণী কাপড়ের ব্যান্ডেজ।

হাঁটুর (Knee)  ব্যান্ডেজ বাধার কৌশল : একটি ত্রিকোণী ব্যান্ডেজ নিয়ে কিঞ্চিত ভাঁজ দিয়ে নিতে হবে।

হিপ ব্যান্ডেজ

হিপ ব্যান্ডেজ

উপকরণ :  ৩৮ ইঞ্চি করে সমদ্বিবাহু বিশিষ্ট দুইটি ত্রিকোণী কাপড়ের ব্যান্ডেজ।

হিপ ব্যান্ডেজ বাধার কৌশল-১ :  রোগীর নিতম্বের যে পার্শ্বে ব্যান্ডেজ বাঁধতে হবে সেদিকে মুখ করে দাঁড়িয়ে রোগীর কোমরে একটি সরু ব্যান্ডেজ বাঁধতে হবে।

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

বুকের ( Chest) ব্যান্ডেজ



বুকের ( Chest) ব্যান্ডেজ :

উপকরণ :  ৩৮ ইঞ্চি করে সমদ্বিবাহু বিশিষ্ট ত্রিকোণী কাপড়ের ব্যান্ডেজ
বুকের ( Chest) ব্যান্ডেজ বাধার কৌশল- :  আহত ব্যক্তির সামনা সামনি দাঁড়িয়ে একটি ভাঁজ বিহীন ব্যান্ডেজ এমনভাবে রাখতে হবে যেন ব্যান্ডেজের শীর্ষ আহত পার্শ্বের কাঁধের উপর থাকে।

চোয়াল ( Jaw ) ব্যান্ডেজ



চোয়াল ( Jaw ) ব্যান্ডেজ :
উপকরণ : ৩৮ ইঞ্চি করে সমদ্বিবাহু বিশিষ্ট ত্রিকোণী কাপড়ের ব্যান্ডেজ।


ব্যান্ডেজ বাধার কৌশল- :   একটি ত্রিকোণী ব্যান্ডেজকে ভাঁজ দিয়ে সরু ব্যান্ডেজে রুপান্তরিত করে নাও।

মাথার খুলি ( Skull) ব্যান্ডেজ



মাথার খুলি ( Skull) ব্যান্ডেজ-

উপকরণ :  ৩৮ ইঞ্চি করে সমদ্বিবাহু বিশিষ্ট ত্রিকোণী কাপড়ের ব্যান্ডেজ।


মাথার খুলি  ( Skull) ব্যান্ডেজ বাঁধার কৌশল : ত্রিকোণী ব্যান্ডেজের ভূমিতে একটি ভাঁজ করতে হবে।

ব্যান্ডেজ



ব্যান্ডেজ

লিন্ট, প্যাড বা স্প্লিন্ট যথাস্থানে স্থিরভাবে রাখার জন্য ব্যান্ডেজ ব্যবহার করা হয়। রক্তক্ষরণ বন্ধ, স্ফীতি রোধ, রোগী স্থানান্তরের সুবিধা ইত্যাদি কারণেও ব্যান্ডেজ ব্যবহার করা হয়। ব্যান্ডেজ ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে ক্ষতস্থানের উপর যেন ব্যান্ডেজের গেরো না পড়ে। দেহের বিভিন্ন স্থানের অস্থি ভঙ্গ বা ক্ষতের জন্য বিভিন্নভাবে ব্যান্ডেজ বাঁধতে হয়।

শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

টাই-নট দেওয়ার পদ্ধতি



টাই-নট দেওয়ার পদ্ধতি
          একটি টাইয়ের দুটি প্রান্ত থাকে। একটি টাইয়ের এক প্রান্ত মোটা এবং অপর প্রান্ত চিকন। প্রথমে মোটা প্রান্ত ডান হাতে এবং চিকন প্রান্ত নিয়ে ধরতে হবে।

শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬

মডেল পাঠ পরিকল্পনা-1 বিষয় : বাংলাদেশ ও বিশ্বপরিচয়


মডেল পাঠ পরিকল্পনা
বিষয় : বাংলাদেশ বিশ্বপরিচয়
শ্রেণি : তৃতীয়
অধ্যায়-    : আমাদের বাংলাদেশ
বিষয়বস্তু-   : বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র

রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

Nirmal Sharma




শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

নমুনা পাঠ পরিকল্পনা : বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তৃতীয় শ্রেণি, pdf

নমুনা পাঠ পরিকল্পনা : বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তৃতীয় শ্রেণি, pdf
এখানে ক্লিক করে ডাউনলোড করুন

সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬

কাবের খেলা



কাবের খেলা

          খেলা মানুষের মধ্যে কাজের একঘেয়েমি দূর করে মানসিক প্রশান্তি আনয়ন করে থাকে। খেলাধুলা কাবদের এক সহজাত প্রবৃত্তি। একটু সুযোগ পেলেই কাব বয়সী শিশুরা খেলতে চায় এবং এর মধ্যে পেতে চায় প্রাণ ভরা আনন্দ। কিন্তু স্কাউটিংয়ে খেলাকে বৈচিত্র্যময় প্রোগ্রামের আওতাধীনে যোগ্যতা বৃদ্ধির অন্যতম সহায়ক কৌশল হিসাবে ব্যবহার করা হয়। খেলার মাধ্যমে শিশুদের নেতৃত্বের বিকাশ, সবল, কর্মঠ, নিয়মানুর্তিতা, ধৈর্য্যশীল, শৃঙ্খলাবোধের উন্মেষ ও পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হয়ে থাকে। বয়স ভেদে চাহিদানুসারে কাব স্কাউট, স্কাউট ও রোভার প্রোগ্রামের কিছু কিছু খেলাধুলা পরিচালনা করা যায়।

কয়েকটি খেলার নাম :
বন্ধন তৈরী, সাত পাথরের খেলা, মৌখিক সংবাদ প্রেরণ ও কিমস গেম।

শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

কাবের আইন নৃত্য





কাবের আইন নৃত্য

ষষ্ঠকের সকল কাবেরা একসাথে আইন নৃত্যে অংশ গ্রহণ করলে সুন্দর আনন্দদায়ক ও উপভোগ্য হয় এবং দলীয় চেতনাবোধ থেকে বিষয়টি কাবদের পক্ষ্যে সম্পন্ন করা সহজতর ও সাবলীল হয়ে উঠে।

দড়ি ও দড়ির যত্ন



ভূমিকাঃ দড়ি ও লাঠি স্কাউট পোশাকের অংশ হিসেবে বিদ্যমান। রশি স্কাউটদের ভাল বন্ধু (A rope is a good Friend of Scout) এবং তাদের এ বন্ধু সম্পর্কে ভালভাবে জানা দরকার। স্কাউটরা রশির নানাবিধ ব্যবহার করে থাকে। তবে স্কাউটিং কার্যক্রমে বিভিন্ন ধরনের গেরো বাঁধতে রশির বহুল ব্যবহার লক্ষ্যনীয়। স্কাউটরা তাদের বিভিন্ন কার্যক্রমে গেরো ব্যবহার করে। দড়ির কাজের মাধ্যমে যেমন সহজে দক্ষতা বৃদ্ধি করা তেমনি ব্যক্তিগত জীবনে দড়ির ব্যবহার প্রচুর যাতে করে প্রশিক্ষণের চর্চা ঘটে ফলে জ্ঞানের বিকাশ তরান্বিত হয়।

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

পোল ল্যাশিং (POLE LASHING) :



পোল তৈরি (POLE LASHING)  :


ব্যবহার :  একটি বাঁশ বা দন্ডকে অপর একটি বাঁশ বা দন্ডের সাথে
বেঁধে তাকে লম্বা করার জন্য এই ল্যাশিং ব্যবহার করা হয়।

পোল এন্ড শিয়ার ল্যাশিং (POLE & SHEER LASHING), শিয়ার লেগ তৈরি (SHEER LEG MAKING) :



পোল এন্ড শিয়ার ল্যাশিং (POLE & SHEER LASHING) :

দুটি বাঁশ বা দন্ডকে একত্রে বেঁধে তাকে পায়া হিসাবে ব্যবহার করার জন্য অথবা একটি বাঁশ বা দন্ডকে অপর একটি বাঁশ বা দন্ডের সাথে বেঁধে তাকে লম্বা করার জন্য এই ল্যাশিং ব্যবহার করা হয় । যখন দু’টি বাঁশ বা দন্ডকে মাথার দিকে একত্রে বেঁধে তাকে পায়া হিসাবে ব্যবহার করা হয় তখন তাকে শিয়ার লেগ বলে এবং যখন একটি বাঁশ বা দন্ডকে অপর একটি বাঁশ বা দন্ডের সাথে একত্র বেঁধে তাকে লম্বা করা হয় তখন তাকে পোল বলে। মূলত: শিয়ার লেগ এবং পোল তৈরির জন্য একই ল্যাশিং ব্যবহার করা হয়।

ডায়গোনাল ল্যাশিং (DIAGONAL LASHING)



ডায়গোনাল ল্যাশিং (DIAGONAL LASHING) :




ব্যবহার : একটি বাঁশ বা দন্ডকে অপর একটিবাঁশ বা দন্ডের উপর কোনাকুনিভাবে বা প্রায় কোনাকুনিভাবে রেখে বাঁধার জন্য ডায়াগোনাল ল্যাশিং ব্যবহার   করা হয় ।

স্কয়ার ল্যাশিং


স্কয়ার ল্যাশিং : 


  

ব্যবহার : মাটির উপর খাড়াভাবে রাখা একটি বাঁশ বা দন্ডকে তার উপর আড়াআড়িভাবে বা প্রায় আড়াআড়িভাবে রেখে বাঁধার জন্য স্কয়ার ল্যাশিং ব্যবহার করা হয়।

ফিসার ম্যানস নট (Fisherman’s Knot)



ফিসার ম্যানস নট (Fisherman’s Knot) :  



ব্যবহার :  ভিজা অবস্থায় সমান মোটা দুটি রশিতে জোড়া দেয়ার জন্য ।

ড্র হিচ (Draw Hitch )



ড্র হিচ (Draw Hitch )

 
ব্যবহার :  গাছের ডালে রশি পেঁচিয়ে ঝুলে খাল বা নালা  পার হওয়া ।