বুকের
( Chest) ব্যান্ডেজ :
উপকরণ : ৩৮ ইঞ্চি করে সমদ্বিবাহু বিশিষ্ট ত্রিকোণী
কাপড়ের ব্যান্ডেজ।
বুকের
( Chest) ব্যান্ডেজ বাধার কৌশল-
১ : আহত ব্যক্তির সামনা সামনি দাঁড়িয়ে একটি ভাঁজ বিহীন ব্যান্ডেজ এমনভাবে রাখতে
হবে যেন ব্যান্ডেজের শীর্ষ আহত পার্শ্বের কাঁধের উপর থাকে।
ব্যান্ডেজের ভূমি
সংলগ্ন প্রান্ত
দুটি ঝুলানো থাকবে। এবার ব্যান্ডেজের ভূমিতে কিঞ্চিত চওড়া একটি ভাঁজ
দিয়ে প্রান্তদ্বয়
দুই হাতের নীচ দিয়ে পিছনে ঘুরিয়ে ব্যান্ডেজের শীর্ষ বরাবর নীচে রীফ নট
দিয়ে একে অপরের সাথে এমনভাবে বেঁধে দিকে হবে যেন ব্যান্ডেজের একটি
প্রান্ত কিছুটা
বড় থাকে। তারপর কাঁধে
রাখা শীর্ষ পিছনে থেকে টেনে লম্বা প্রান্তের সাথে আরেকটি রীফ নট দিয়ে বেঁধে
দিতে হবে।বুকের ( Chest) ব্যান্ডেজ বাঁধার কৌশল-২ : একটি ত্রিকোণী ব্যান্ডেজের শীর্ষকে ভূমির সাথে খাড়াখাড়িভাবে আনুমানিক ১০ ইঞ্চি পরিমাণ লম্বা কেটে বা ছিঁড়ে নাও। ব্যান্ডেজটি রোগীর বুকের উপর ছড়িয়ে বিছিয়ে দিয়ে ছেঁড়া প্রান্ত দুইটি রোগীর গলার দুইপাশ দিয়ে নিয়ে ঘাড়ের উপর রীফ নট বেঁধে দাও। এবাব ব্যান্ডেজের ভূমিকে প্রয়োজনীয় আকারে ভাঁজ দিয়ে কোমর বরাবরে টান টান অবস্থায় রোগীর বুকের সাথে জড়িয়ে ভূমি সংলগ্ন প্রান্ত দুটি বগলের নীচ দিয়ে পিছনে নিয়ে শিরদাঁড়া বরাবর রীফ নট বেঁধে দিলেই চেস্ট ব্যান্ডেজ বাঁধা হয়ে গেল। গেরোর ঝুলে থাকা প্রান্ত সুন্দরভাবে গুঁজে দিতে হবে।
সতর্কতা : ব্যান্ডেজ বাধার আগে খেয়াল রাখতে হবে আঘাত বা
ক্ষতের প্রকৃতি অনুসারে ইতোমধ্যে প্যাড ব্যবহার করা হয়েছে কি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন