ড্র হিচ (Draw Hitch ) :
ব্যবহার : গাছের ডালে রশি পেঁচিয়ে ঝুলে খাল বা নালা পার হওয়া ।
উপকরণ : একটি লম্বা মোটা রশি ও গাছের ডাল।
তৈরি কৌশল : লম্বা
রশির উভয় প্রান্ত একত্র করে ভাঁজ করে উভয় প্রান্তকে বাম হাতে
ধরে তার বিপরীত অর্থাৎ বাইট অংশ গাছের ডালের উপর দিয়ে ছুড়ে নিজের দিকে এনে ডান হাতে ধরতে হয়। বাইটের মধ্যে হাত দিয়ে বাম হাতের একটি রশির অংশ ধরে বাহিরে এনে যে
লুপটি তৈরি করতে হবে। ঐ লুপের ভিতর আবার হাত দিয়ে বাম হাতের অবশিষ্ট রশির অংশ ধরে এনে আর একটি লুপ তৈরী করতে হবে। এবার
ডান হাতের লুপের একটি রশি নিচের দিকে টানতে থাকতে হবে। বাম হাতের মুষ্টি থেকে
প্রান্তদ্বয় ছেড়ে দেওয়া যাবে না। এইভাবে ড্র হিচ দেওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন