সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

ফিসার ম্যানস নট (Fisherman’s Knot)



ফিসার ম্যানস নট (Fisherman’s Knot) :  



ব্যবহার :  ভিজা অবস্থায় সমান মোটা দুটি রশিতে জোড়া দেয়ার জন্য ।

উপকরণ :  দু’টি সমান মোটা রশি।

তৈরি কৌশল :  দুটি মোটা রশির প্রান্তকে পাশাপাশি রেখে একটি প্রন্ত দিয়ে অপর প্রান্তের সাথে পরষ্পর থাম নট দিয়ে ফিসানম্যানস নট তৈরি করা হয়।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন