সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

মাথার খুলি ( Skull) ব্যান্ডেজ



মাথার খুলি ( Skull) ব্যান্ডেজ-

উপকরণ :  ৩৮ ইঞ্চি করে সমদ্বিবাহু বিশিষ্ট ত্রিকোণী কাপড়ের ব্যান্ডেজ।


মাথার খুলি  ( Skull) ব্যান্ডেজ বাঁধার কৌশল : ত্রিকোণী ব্যান্ডেজের ভূমিতে একটি ভাঁজ করতে হবে।
আহত ব্যক্তির পিছনে দাঁড়িয়ে ব্যান্ডেজের ভাঁজকে ভিতরের দিকে রেখে ব্যান্ডেজটি তার কপালের উপর এমনভাবে রাখতে হবে যেন ব্যান্ডেজের উক্ত ভাঁজটি তার ভুরুদ্বয়ের কিঞ্চিত উপরে থাকে এবং শীর্ষ মাথার পিছন দিকে ঘাড়ের উপর ঝুলে থাকে। এবার ব্যান্ডেজের দুই প্রান্ত পরস্পর বিপরীত দিকে কানের উপর দিয়ে ঘুরিয়ে কপালের মাঝখানে সুন্দর করে রীফ নট বা ডাক্তারী গেরো দিয়ে বেঁধে দিতে হবে। তারপর ঘাড়ের উপর ঝুলে থাকা ব্যান্ডেজের শীর্ষ নীচের দিকে ভাল করে টেনে নিয়ে উল্টিয়ে মাথার উপর দিকে সেফটিপিন দিয়ে পিন আপ করে দিতে হবে।

সতর্কতা :  ব্যান্ডেজ বাঁধার আগে খেয়াল রাখতে হবে আঘাত বা ক্ষতের প্রকৃতি অনুসারে ইতোমধ্যে প্যাড ব্যবহার করা হয়েছে কি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন