হাঁটুর
( Knee ) ব্যান্ডেজ
উপকরণ :
৩৮ ইঞ্চি করে সমদ্বিবাহু বিশিষ্ট ত্রিকোণী কাপড়ের ব্যান্ডেজ।
হাঁটুর (Knee)
ব্যান্ডেজ বাধার কৌশল : একটি ত্রিকোণী ব্যান্ডেজ নিয়ে কিঞ্চিত ভাঁজ
দিয়ে নিতে হবে।
এবার আহত হাঁটু সমকোণে ভাঁজ করে ব্যান্ডেজটির শীর্ষ হাঁটুর উপর দিয়ে উরুতে
রাখতে হবে। এবার প্রান্ত দুটি উরুর পিছনের কুঁচকিতে আড়াআড়িভাবে প্যাঁচিয়ে
ঘুরিয়ে হাঁটুর উপরিভাগে উরুতে
রিফনট বেঁধে
দিতে হবে। পরিশেষে উরুর উপর রাখা বান্ডেজের শীর্ষ ভাল করে টেনে উল্টিয়ে হাঁটুর উপর ভাঁজ
করে সেফটিপিন দিয়ে সুন্দর করে পিন আপ করতে হবে।
সতর্কতা
: ব্যান্ডেজ বাঁধার আগে খেয়াল রাখতে হবে আঘাত বা ক্ষতের প্রকৃতি অনুসারে
ইতোমধ্যে প্যাড ব্যবহার করা হয়েছে কি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন