সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বিবিধ

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

গ্যাজেট



গ্যাজেট তৈরি :  তাঁবুবাস যেহেতু স্কাউটিং এর একটি বড় অধ্যায় সুতরাং তাঁবুবাসকে যথাযথভাবে বসবাস উপযোগী করে তোলার বিষয়গুলো আমাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁবুতে বসবাসকালে বাড়ীতে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র না থাকলেও স্কাউটরা তাঁবু বাসের জন্য নিজেদের হাতের কাছে যে সকল উপকরণ পায় সেগুলোর  সাহায্যে তারা প্রয়োজনীয় আসবাবপত্র তৈরী করে বসবাস উপযোগী করে নেয়। এরূপ তৈরি বিকল্প আসবাবপত্রকে গ্যাজেট বলে। 

তাঁবুবাসকালে স্কাউটরা তাদের বিছানাপত্র, নিত্যব্যবহার্য কাপড় চোপড়, ব্যাগ, জুতা-সেন্ডেল, হাড়ি-পাতিল, থালা, মগ/গ্লাস, দা, কুড়াল, কোদাল ইত্যাদি প্রয়োজনীয় সকল জিনিস নির্ধারিত জায়গায় গুছিয়ে রাখে। এগুলি মাটিতে না রেখে নিজেদের তৈরী গ্যাজেটে রেখে পরিপাটি তাঁবু জীবন উপভোগ করে। সাধারণত গ্যাজেট তৈরির সময় বাঁশ অথবা গাছের ডাল ব্যবহার করা হয়ে থাকে। 

ল্যাশিং ব্যবহারের ক্ষেত্রে যত্নবান হতে হবে যাতে যথাযথভাবে নিয়মমাফিক ল্যাশিং ব্যবহার করা হয়।

       
বিভিন্ন গ্যাজেট স্থাপনের স্থান :
ক) তাঁবুর সামনে : আলনা ,টেবিল, জুতা, বেডিং, হারিকেন, ড্রেসিং/ওয়াশিং টেবিল, ফাস্ট এইড বক্স ইত্যাদি।

খ) তাঁবুর পেছনে : চুলা, হাড়িপাতিল, প্লেট, গ্লাস মগ, বালতি, ঝাড়ু, ডাস্টবিন, দা, শাবল, কোদাল, কুড়াল, ঢাকনাযুক্ত ডাস্টবিন (শুকনা ও তরল ময়লা  ফেলার জন্য), ইত্যাদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন